সম্প্রতি সারা-দেশজুড়ে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে (UP) কেন্দ্র করে সরকার দলীয় বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে উঠে আসছে নানা অনিয়মের অভিযোগ। আর সেই সূত্র ধরে এবার জানা গেল, দলীয় লোক হওয়া সত্বেও ঝিনাইদহের শৈলকুপায় ৮ম ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীর (Candidate) বিপক্ষেই বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন ১২ নং নিত্যানন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মো. ফারুক হোসেন বিশ্বাস ও বাংলাদেশ আওয়ামী (Awami League) মৎস্যজীবী লীগ জেলা শাখার যুগ্ন আহবায়ক মোছা. শাফিয়া খাতুন। যা সাধারনত দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী।
তবে পরবর্তীতে এ বিষয়টি নিজরে আসলে দুজনেকেই দল থেকে বহিষ্কার করা হয়।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান বিশ্বাস ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার জাহান বাদশা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।