বিভিন্ন সময়ে মাঝ আকাশে দুই-একজন যাত্রীর গোয়ার্তুমির কারণে রীতিমতো বিপাকে পড়তে হয় বিমানে অবস্থানরত সবাইকেই। আর সেই ধারাবাহিকতায় এবার এমনই একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলগামী একটি ফ্লাইটে। জানা গেছে, সিটে বসাকে কেন্দ্র করে বিমানে দায়িত্বরত কর্মীদের সঙ্গে তর্ক-জুড়ে দেয়ায় মাঝ পথ থেকে ফিরে এলো একটি মার্কিন বিমান।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলগামী একটি ফ্লাইটে।
সাধারণ শ্রেণির টিকিট কেনার পর আসন খালি পেয়ে বিজনেস ক্লাসের সংরক্ষিত সিটে ওঠেন দুই ইসরায়েলি যাত্রী।
পাইলটদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা ফিরে আসেননি।
এরপর মাঝ আকাশে ইউনাইটেড এয়ারের বিমানের ক্রুদের সঙ্গে দুই ইসরায়েলি যাত্রীর তর্কাতর্কি হয়।
টেক অফের দেড় ঘণ্টা পর বিমানটিকে নিউইয়র্ক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।
আর এতে করে নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌছতে না পেরে রীতিমতো বেশ বিপাকে পড়েছেন অন্যরা। অন্যদিকে জানা গেছে, মাঝ আকাশ থেকে বিমানটি ফিরে আসার পরপরই ঐ দুই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।