Wednesday , December 25 2024
Breaking News
Home / Entertainment / নিজের প্রেমিকার গানে প্রথমবারের মত মিউজিক ভিডিওতে অভিনয় করলেন সালমান খান (ভিডিও)

নিজের প্রেমিকার গানে প্রথমবারের মত মিউজিক ভিডিওতে অভিনয় করলেন সালমান খান (ভিডিও)

বলিউড সুপারস্টার সালমান খান, যাকে মানুষ চেনে বলিউডের ভাইজান নামে। সালমান খানকে সভাবত সব ছবিতেই অভিনয় করতে দেখা যায় না। যতই হোক বলিউড সুপারস্টার কে সব সময় ভিন্ন রকম কোনো সিনেমায় দেখা মেলে। সভাবতই ভালো সিনেমা ভালো গল্প না পেলে ভাইজান অভিনয় করেন না, সাথে দিতে হয় মোটা অঙ্কের পারিশ্রমিকও। তবে এবার মিল্য ভিন্ন রকম এক তথ্য, বান্ধবীর গানের ভিডিওতে মডেল সালমান খান। শুনতে অবাক লাগলেও এটাই ঘটেছে , যেটা মানুষ ভাবতেও পারেনি।

মিউজিক ভিডিওতে অভিনয় করলেন বলিউড অভিনেতা সালমান খান। গানে কণ্ঠ দিয়েছেন ভাইজানের বান্ধবী ইউলিয়া ভান্তুর ও পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়া ।

‘ম্যায় চলা’ শিরোনামের গানের ভিডিওতে সালমানের বিপরীতে দেখা গেছে প্রজ্ঞা জয়সওয়ালকে।
প্রথমবার হিন্দি ভাষায় গান গেয়েছেন ইউলিয়া। এতে রোমান্টিক মেজাজেই ধরা দিয়েছেন ভাইজান। গানটির কথা ও সুর সাব্বির আহমেদের। ভিডিওটি পরিচালনা করেছেন সাবিনা খান ও ডিরেক্টর গিফটি।

ভিডিওতে সালমানের বিপরীতে অভিনয় করা প্রজ্ঞা জয়সওয়াল তামিল ও তেলুগু সিনেমার পরিচিত মুখ। পাশাপাশি এই অভিনেত্রী একটি হিন্দি- ও পাঞ্জাবি সিনেমাতেও অভিনয় করেছেন।

অসংখ্য ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া বলিউডের সুলতান’খ্যাত এই অভিনেতা ‘ম্যায় চলা’ গানের মিউজিক ভিডিওর প্রযোজকও। তার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন টি-সিরিজ।

সালমানের বান্ধবী ইউলিয়া রোমানিয়ার বাসিন্দা। বলিউডে গুঞ্জন রয়েছেন তারা একে অপরের খুবই ঘনিষ্ঠ। একাধিকবার দু’জনের প্রেমের কথাও শোনা গেছে।

হঠাৎ মডেলে সালমান খান এমনটা আসলে ভাবা যেন স্বপ্নের মত। তবে এবার সেটাই বাস্তবে পরিণত হল কিন্তু রয়ে গেল নানান প্রশ্ন। তবে কি প্রেমের টানেই ভাইজানের এবার মডেলে অভিনয়! যদিও প্রেমের ব্যাপারটা কেউই নিশ্চিত নয় অনেকটাই গুঞ্জন। এই ঘটনার পর গুঞ্জনটা মানুষের কাছে আরো বেশি কৌতূহলের হয়ে গেল।

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

About Ibrahim Hassan

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *