বাংলাদেশের অন্যতম বেশ জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। তবে পর্দায় ‘সালমা’ নামেই ভক্তদের মাঝে অধিক পরিচিতি পেয়েছেন তিনি। সঙ্গীতের পাশাপাশি সালমা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। ছোট মেয়ে সাফিয়ার নামে এইমধ্যে একটি ফাউন্ডেশন চালু করেছেন তিনি। গত কয়েক বছর ধরে সেই ফাউন্ডেশন থেকে অসহায় মানুষকে সাহায্য করার পাশাপাশি ত্রাণ বিতরণ করছেন। এর বাইরে চার মাস ধরে সালমা একটি মাটির ব্যাংকে টাকা জমাচ্ছিলেন।
গতকাল সেই ব্যাংক ভেঙেছেন তিনি। গণনা, মাত্র চার মাসে অঙ্কটা দাঁড়িয়েছে প্রায় এক লাখ টাকা! তখনই সালমা ভেবেছিলেন টাকাটা নিজে খরচ না করে অসহায় মানুষের মাঝে খরচ করবেন।
সালমা বলেন, ‘আবারও সংক্রমণের প্রকোপ বেড়েছে। মানুষ তাদের চাকরি হারাতে শুরু করেছে। অনেকেই শেষ মেটাতে হিমশিম খাচ্ছেন। আমার মনে হয় তাদের মধ্যে টাকা ভাগাভাগি হলে অন্তত কিছু মানুষ ভালো ভাবে চলতে পারবে। এরই মধ্যে আমার ফাউন্ডেশনের কয়েকজন স্বেচ্ছাসেবকের সঙ্গে কথা হয়েছে। তারা বেছে বেছে তালিকা করছে। শিগগিরই কয়েকজনের হাতে টাকা তুলে দিতে পারব। ‘
বিগত অনেক বছর ধরেই ভক্ত-শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন সালমা। আর সেই সাথে জায়গা করে নিয়েছেন কোটি কোটি ভক্তের মনে। তার গাওয়া প্রায় প্রতিটি গানই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আর সেই ধারবাহিকতা নিয়েই কাজ করে যাচ্ছেন তিনি।