ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন আগেই এক স্কুলছাত্রীকে অপহরণ করে প্রকাশ্যে বাবার নির্বাচনী প্রচারণায় নামেন আবদুল কাইয়ুম সজিব। অন্যদিকে অনেক খোঁজা-খুঁজির পরও স্কুলছাত্রীর কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার। আর এরই জের ধরে অভিযান চালিয়ে আজ বুধবার (১৯ জানুয়ারি) সজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে ঐ যুবককে কারাগারে নেয়া হয়েছে সংবাদ মাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছে পুলিশ।
জানা গেছে, সজিব পাঁচ দিন আগে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৬ বছরের এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ঢাকায় এক পরিচিত বোনের বাড়িতে লুকিয়ে রাখে। পরে ইউপি নির্বাচনের প্রার্থী সজিব এলাকায় এসে তার বাবার সঙ্গে গণসংযোগ শুরু করে।
এদিকে স্কুলছাত্রীকে খুঁজে না পাওয়ায় তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করে। জিডির পর পুলিশ অভিযান চালিয়ে সজিবকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে অপহরণের কথা স্বীকার করেছে। তার মতে, পুলিশ অপহৃত মেয়েটিকে উদ্ধার করেছে।
এদিকে সংবাদ মাধ্যমকে এতথ্য নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন জানান, এ ঘটনায় ইতিমধ্যে সজিবের বিরুদ্ধে একটি অপহরণ মামলা হয়েছে। আর সেই আলোকে আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে নেয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।