পৃথীবিতে পিতা-মাতার কাছে সব থেকে মূল্যবান বস্তুটি হলো সন্তান। তাই কোনো পিতা-মাতাই চান না, তার সন্তানটি এভাবে দুনিয়া থেকে বিদায় নিক। আর সেই ধারাবাহিকতায় সম্প্রতি খুন হওয়া ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বাবার বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। অকালেই মেয়েকে হারিয়ে রীতিমতো শোকাহত হয়ে পড়েছেন তিনি।
তাই মেয়ের খুনিদের ফাঁসি কার্যকর করার দাবি জানিয়ে সাবেক ইউপি সদস্য মো. নুরুল ইসলাম রাধি মোবাইল ফোনে বিলাপ করে বলছিলেন, যারা আমার আদরের মেয়ে শিমুকে হত্যা করেছে তাদের ফাঁসি চাই। শিমু হ’ত্যার খবর আমতলীতে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা শিমুর হ’ত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন।
আজ (বুধবার) তিনি তার ব্যবহৃত মোবাইল ফোনে এ প্রতিবেদকের সঙ্গে কথা বলেন। ঢাকায় থাকার কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। তারপর কান্নাজড়িত কণ্ঠে বললেন, আমি আমার মাইয়াডারে অনেক আদর-স্নেহ দিয়ে বড় করছি, হেই মাইয়াডারে ওরা মাইরা ফালাইছে। আমি আর কিছু চাই না, আমি শুধু মাইয়াডারে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। ‘
এর আগে গত রোববার (১৬ জানুয়ারি) বাসা থেকে বের হয়েই নিখোঁজ হন শিমু। অনেক খোঁজা-খুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে শেষমেষ পুলিশের দারস্ত হন নায়িকার পরিবার-পরিজন। এরপর দীর্ঘ অভিযান চালিয়ে গত সোমবার (১৭ জানুয়ারি) কেরানীগঞ্জে একটি ব্রীজের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।