নিখোজের মাত্র একদিন পরেই গত সোমবার (১৭ জানুয়ারি) কেরানীগঞ্জে একটি ব্রীজের পাশে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সাড়া জাগানো অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মৃতদেহ। এ ঘটনায় ইতিমধ্যে শিমুর স্বামী সাখাওয়াত আলীম নোবেলসহ দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদে নিয়ে পুলিশ।
আর সেই ধারবাহিকতায় তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৯ জানুয়ারি) ঢাকার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার জানান, শিমুর স্বামী নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শিমুর এ ঘটনায় তারা দুজন জড়িত ছিল। রিমান্ড শেষে তারাও তাদের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেবেন বলে ধারণা করছি। ‘
এসপি মারুফ হোসেন সারদা আরও জানান, এ ঘটনার পূর্বে বিভিন্ন ঘটনার আলামত খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে তা আদালতে উপস্থাপনের প্রক্রিয়া চলছে।
এদিকে পরিবার-স্বজনদের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের অন্যতম গুণী এই অভিনেত্রীর মৃত্যুতে বেশ শোকাহত হয়ে পড়েছেন তার একঝাক ভক্ত-শুভাকাঙ্খিরাও। তার এ অকাল মৃত্যু কোনো ভাবেই মেনে নিতে পারছেন না তার। তাই এখন যেন একটাই দাবি তাদের, আর তা হলো শিমুর হ’ত্যাকারীদের সুষ্ঠু বিচার।