ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মৃত্যূর ঘটনায় পুরো বিনোদন অঙ্গনজুড়ে বইছে শোকের ছায়া। সাধারণত না চাইলেও একদিন না একদিন মৃত্যুকে বরণ করে নিতে হবে সবাইকেই। তবে তাই বলে শিমুকে এভাবে হারতে হবে, তা কোনদিন কল্পনাও করতে পারেননি কেউ। আর এদিকে এবার গুণী এই অভিনেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জৈষ্ঠ নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু গণমাধ্যমকে বলেন, ‘আমি কিছু জানি না, আমি আকাশ থেকে পড়লাম। গতকাল বিকেলে এফডিসিতে আসিনি। একটা চ্যানেলে ইন্টারভিউ ছিল আর আমি সেখানে ছিলাম। সকালে কেউ একজন আমাকে ফোন করে এই ঘটনার কথা জানায়।
শিমুরাকে স্মরণ করে তিনি বলেন, ‘এই মেয়েটিও (শিমু) আমার একটি সিনেমায় তৃতীয় নায়িকার ভূমিকায় অভিনয় করেছিল। সে ভালো মেয়ে, কিন্তু কেন এটা হয়েছে জানি না। আর আমি না জানলে কি বলবো? আমি জানি না কে তার প্রতি শত্রুতা করেছিল। ‘
উল্লেখ্য, ১৯৯৮ সালে কাজী হায়াত পরিচালিত ‘বর্তমান’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন শিমু। অভিনয় কর্মজীবনে তিনি প্রায় ২৫ সিনেমায় অভিনয় করেছেন। তবে হঠাৎ করেই তার মৃত্যুর খবরে রীতিমতো শোকাহত হয়ে পড়েছেন ভক্ত-শুভাকাঙ্খিরাও।