প্রতিদিনই আমরা কতনা উদ্ভট উদ্ভট ঘটনার খবর শুনি। অনেক জায়গাতেই দেখা যায় দোকান থেকে পণ্য কিনে ডুবলিকেট পণ্য পেতে বা নষ্ট পণ্য পেতে, কোথাও বা দেখা যায় পণ্য ফেরত দিয়ে দোকান থেকে টাকা ফিরিয়ে আনতে। অনেক সময় দোকানদার টাকা ফেরত না দেওয়াতে বেধে যায় ঝামেলা। কিন্তু এমন কি শুনেছেন পণ্য না দিয়ে অর্ডার ক্যানসেল করে দোকানদারের টাকা ফেরত না দেওয়াতে দোকানের জামা কাপড় কেটে নষ্ট করার মতো ঘটনা! হ্যাঁ সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে চিনে, যার ভিডিও আলোড়ন তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অর্ডার বাতিলের টাকা ফেরত না দেওয়ায় এক মহিলা দোকানে ঢুকে প্রায় সাড়ে নয় লাখ টাকার কাপড় কাঁচি দিয়ে কেটে ফেলেন। ঘটনাটি ঘটেছে চীনের চংকিংয়ে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিয়ের দোকানের ছবি। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন রাগান্বিত মহিলা ব্রাইডাল শপে ঢুকছেন এবং একের পর এক বিয়ের পোশাক কেটে ফেলছেন। এভাবে তিনি একে একে ৩২টি পোশাক কেটে ফেললেন।
একটি অর্ডার বাতিল হওয়ার পরে দোকানটি তার টাকা ফেরত দিতে অস্বীকার করার পরে মহিলাটি দোকানে এসেছিলেন বলে জানা গেছে। মহিলার নাম জিয়াং। ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিং-এর একটি ব্রাইডাল শপে। ঘটনাটি ঘটে গত ৯ জানুয়ারি। দোকানের মালিক দাবি করেছেন যে জিয়াং ১১,০০০ ডলার মূল্যের ৩২টি বিবাহের পোশাক ধ্বংস করেছে।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটে যখন দোকানদার নারীকে বাংলাদেশি টাকায় ১ লাখ ৭ হাজার ৪৫৪ টাকা মূল্যের বাতিল করা ব্রাইডাল প্যাকেজের জন্য ৫৫০ ডলার (৪৭ হাজার ৫৫৪ টাকা) অগ্রিম অর্থ ফিরিয়ে দিতে অস্বীকার করে।
চিনা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ওয়েইবো এবং টুইটার পোস্ট করা ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে ক্ষুব্ধ নারী দোকানে হট্টগোল করছেন। তাকে একের পর এক পোশাক কাটতেও দেখা যায়। ভিডিও রেকর্ড করা নারীকে ব্যাকগ্রাউন্ডে বলতে শোনা যায়, পরিষ্কারভাবে চিন্তা করুন। এই পোশাকগুলোর দাম কয়েক হাজার ইউয়ান! এর উত্তরে, ওই নারী উত্তর দেয়, যদি দশ হাজারও হয় তাহলেও এটি ঠিক আছে।’
জিয়াং শুধুমাত্র দোকানে সারিবদ্ধ পোশাকের একটি স্টকই ধ্বংস করেননি, তিনি ১ হাজার ৫০০ ডলার মূল্যের একটি লাল এবং সোনার ঐতিহ্যবাহী চিনা বিবাহ গাউন সম্পূর্ণরূপে নষ্ট করেন।
এদিকে ব্রাইডাল স্টোরটি অগ্রিম পেমেন্ট ফেরত না দেয়ার নীতি থেকে সরে আসতে নারাজ। পরিবর্তে তারা জিয়াংকে একটি শিশুর জন্মদিন উদযাপনের জন্য সাহায্য করার প্রস্তাব দেয়। পরে পুলিশ দোকানে এসে জিয়াংকে আটক করে এবং তিনি ক্ষমাও চান।
স্টোর ম্যানেজার জানিয়েছেন, ওই নারীর স্বামী ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দিয়েছেন, যদিও এটি সমস্ত ক্ষতি পূরণের জন্য যথেষ্ট নয়।
উক্ত নারীর স্বামী ক্ষতিপূরণ দিতে চাইলেও পুরো টাকাটা সেই ক্ষতির কাছে কিছুই না। পুলিশের কাছে ওই নারী ক্ষমা চাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে নাকি তার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নেয়া হয়েছে সে ব্যাপারে সুস্পষ্ট কিছু জানা যায়নি। আর ক্ষতিপূরণ দিতে চাওয়ায় সেটা কম হওয়ার কারণে শপ এর মালিক সেটা নিতে চেয়েছেন নাকি অন্য কোনো পদক্ষেপ নিতে চাচ্ছেন সে ব্যাপারেও সুস্পষ্ট কোনো খবর পাওয়া যায়নি।
This angry customer at a Chongqing bridal salon took out scissors and cut up wedding dress after wedding dress. The video has since gone viral on social media. pic.twitter.com/LSRXoI0OAa
— What’s on Weibo (@WhatsOnWeibo) January 13, 2022