চলতি বছরের আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আর এই দিনটির অপেক্ষায় রীতিমতো প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটছে শিল্পীদের। এদিকে এরই মধ্যে বেশ জমে উঠেছে এফডিসির পরিবেশ। তবে হঠাৎ করেই এ নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছেন ঢাকাই সিনেমার অন্যতম সাড়া জাগানো অভিনেতা রিয়াজ।
এবারের নির্বাচনে দুটি প্যানেল লড়বে বলে জানা গেছে। একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন-নিপুন এবং অন্যটির নেতৃত্বে রয়েছেন অভিনেতা মিশা সওদরগার-জায়েদ খান। নায়ক ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুনের প্যানেলে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নায়ক রিয়াজ।
সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিল্পী সমিতিতে ভোটাধিকার হারানো ১৮৪ জন ভোটারের মধ্যে রিয়াজ দেখা করেন। এ সময় ভোটের অধিকার হারানো এক বৃদ্ধ রিয়াজকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। এরপর রিয়াজও বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। “আমি এই মানুষদের কান্না থামাতে চাই যারা তাদের ভোটের অধিকার হারিয়েছে এবং তাদের মুখে হাসি ফোটাতে চাই,” তিনি বলেছিলেন। এই মানুষগুলোর মুখের দিকে তাকাও। তাদের সাথে অন্যায় আচরণ করা হয়েছে। ‘সেই মুহূর্তে ভোটের অধিকার হারানো প্রায় ৫০ জন শিল্পী রিয়াজের সঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু করেন।
রিয়াজ বলেন, ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ নামের একটি নির্বাচনী গান করেছি। গানটি উন্মোচিত হওয়ার সাথে সাথে ৭০ বছরের বেশি বয়সী একজন ভোটাধিকার হারানো বৃদ্ধ শিল্পী শুনছিলেন। এবং তিনি কষ্ট পেয়েছিলেন। তার সেই কষ্ট আমাকে আবেগাপ্লুত করেছে। বলেই কান্না থামাতে পারলাম না। ‘
এদিকে এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছেন এমন কিছু জনপ্রিয় মানুষ, যেন প্রতি ক্ষণে ক্ষণে তাদেরকে খুঁজে বেরিয়েছে ভক্তরা। আর তাদের মধ্যে একজন হলেন বাংলা রুপালী জগতের এক সময়ের অন্যতম দাপটে অভিনেতা ইলিয়াস কাঞ্চন।