গেল রোববার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা তৈমূর আলম খন্দকারকে বিপুল ভোটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। আর এদিকে আজ সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে কুশল বিনিময় করতে তৈমূরের বাড়ি মিষ্টি নিয়ে গেলেন নবনির্বাচিত মেয়র।
আইভী সাংবাদিকদের বলেন, আমরা একই এলাকার ও একই পরিবারের সদস্য। সবার সহযোগিতায় সুন্দর একটি নারায়ণগঞ্জ উপহার দিতে চাই।
নবনির্বাচিত মেয়রকে স্বাগত জানিয়ে তৈমুর আলম বলেন, তার সঙ্গে আমার খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আইভির পরিবারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। এই কারণেই এটি একটি সুন্দর বিনিময়। সেই মুহূর্তে তৈমুর আইভির মাথায় হাত রেখে দোয়া করেন।
তবে এর আগে এ নির্বাচনকে কেন্দ্র করে অসন্তুষ্ট প্রকাশ করতে দেখা যায় তৈমূরকে। সংবাদিকদের এক প্রশ্বের জবাবে তৈমূর দাবি করেন, ইভিএমে ভোট কারচুপির জন্য তার এ পরাজয়। তবে পরাজয়কে তিনি আসলে পরাজয় বলে মনে করনে না বলেও গণমাধ্যমকে দাবি করেন তিনি।