সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি ‘ইউটিউব’। নাটক, মুভি, গান, খেলাধুলা ও সংবাদসহ যে কোনো তথ্যেই পাওয়া যায় এখানে। তবে সেই সুযোগে বিভিন্ন সময়ে নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে থাকে কিছু কুচক্রি মহল। আর এরই জের ধরে এবার বাংলাদেশে ‘ইউটিউব’ বন্ধের দাবি জানিয়ে আজ সোমবার (১৭ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় মডেল মসজিদ নির্মাণ নিয়ে জটিলতার বিষয় সংসদকে ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নাজিম উদ্দীন আহমে বলেন, সচিবদের পিয়নরাও সংসদ সদস্যদের দাম দেন না।
তিনি বলেন, এমপির মূল্য নেই আমলার কাছে। সচিবরা সংসদ সদস্যদের মূল্যায়ন করেন না, সম্মান করেন না। অপপ্রচার বন্ধে প্রয়োজনে ইউটিউব বন্ধ করে দেয়ার দাবিও করেন তিনি।
ইতিপূর্বেও দলীয় বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে অপ্রচার চালানো হয়েছে, যা দেখে রীতিমতো হতভম্ব হয়েছেন তারা। আর সেই সুবাদে এবার সংসদে ইউটিউব বন্ধের দাবি করেন তিনি।