Saturday , November 23 2024
Breaking News
Home / Countrywide / সংসদে এক দাবি রেখে নাজিম বললেন, সচিবদের পিয়নরাও এমপিদের দাম দেন না

সংসদে এক দাবি রেখে নাজিম বললেন, সচিবদের পিয়নরাও এমপিদের দাম দেন না

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি ‘ইউটিউব’। নাটক, মুভি, গান, খেলাধুলা ও সংবাদসহ যে কোনো তথ্যেই পাওয়া যায় এখানে। তবে সেই সুযোগে বিভিন্ন সময়ে নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে থাকে কিছু কুচক্রি মহল। আর এরই জের ধরে এবার বাংলাদেশে ‘ইউটিউব’ বন্ধের দাবি জানিয়ে আজ সোমবার (১৭ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় মডেল মসজিদ নির্মাণ নিয়ে জটিলতার বিষয় সংসদকে ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নাজিম উদ্দীন আহমে বলেন, সচিবদের পিয়নরাও সংসদ সদস্যদের দাম দেন না।

তিনি বলেন, এমপির মূল্য নেই আমলার কাছে। সচিবরা সংসদ সদস্যদের মূল্যায়ন করেন না, সম্মান করেন না। অপপ্রচার বন্ধে প্রয়োজনে ইউটিউব বন্ধ করে দেয়ার দাবিও করেন তিনি।

ইতিপূর্বেও দলীয় বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে অপ্রচার চালানো হয়েছে, যা দেখে রীতিমতো হতভম্ব হয়েছেন তারা। আর সেই সুবাদে এবার সংসদে ইউটিউব বন্ধের দাবি করেন তিনি।

About

Check Also

সংস্কারের নামে ভয়াবহ দুর্নীতি-লুটপাট

সংস্কার ও উন্নয়নের নামে কয়েকগুণ বেশি ব্যয় দেখিয়ে হরিলুটের ব্যবস্থা করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *