বাংলা চলচ্চিত্র অঙ্গণের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় ও খ্যাতমান অভিনেত্রী সুচিত্রা সেন। পারিবারিক ভাবে তার নাম রাখা হয়-রমা দাশগুপ্ত। ক্যারিয়ারে একনাগারে একাধিক ব্যবসায় সফল সিনেমায় অভিনয় করে কোটি ভক্তের মন জয় করে নিয়েছেন তিনি। তার মৃত্যুর এতগুলো বছর পেরিয়ে গেলেও এখনও যেন প্রতিটি ভক্ত-অনুরাগীদের মাঝে অমর হয়ে আছেন তিনি। এই মহানায়িকার জন্ম পাবনায়। এটা পাবনাবাসীর জন্য গর্বের।
এদিকে গত শুক্রবার (১৪ জানুয়ারি) কিছু প্রকল্পের উদ্বোধন করতে পাবনায় যান প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এরই ফাঁকে মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি বিজড়িত বাড়িটি পরিদর্শন করতে যান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার প্রতিমন্ত্রী ক্যাপশনে লেখেন, ‘মহানায়িকা সুচিত্রা সেনের জন্মস্থান ও শৈশব-কৈশোরে বেড়ে ওঠার স্মৃতিবিজড়িত বাড়ি পরিদর্শন।’
তিনি সংবাদমাধ্যমকে বলেন, “ছোটবেলা থেকেই সুচিত্রা সেনের কথা শুনে আসছি। আমি আপনার সিনেমা দেখা হয়েছে. আমি তার সিনেমার একজন বড় ভক্ত। তার স্মৃতি বিজড়িত বাড়িটা জীবনে প্রথমবার দেখতে গিয়েছিলাম। আমি খুব পছন্দ করি. পুরো বাড়ি ঘুরে দেখেছি। ‘
প্রতিমন্ত্রী আরও বলেন, “এক সময় এই বাড়িটি জামায়াত-বিএনপির দখলে ছিল। ফলে তাদের রক্ষণাবেক্ষণও ব্যাহত হচ্ছে। আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে বাড়িটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। বাড়িটি এখন সুচিত্রা সেন স্মৃতি জাদুঘর নামে পরিচিত। এখন এটি সিনেমাপ্রেমীদের আবেগ ও ভালোবাসার জায়গা হয়ে উঠেছে। ‘সুচিত্রা সেন স্মৃতি জাদুঘর’ দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় হবে যদি এর পরিষেবা আরও উন্নত করা যায়। ‘
উল্লেখ্য, ১৯৫২ সালে ‘শেষ কোথায়’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করলেও গুণী এই তারকার অভিনীত এ সিনেমাটি এখনও মুক্তি মেলেনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে-‘অ্যাটম বম্ব’, ‘অগ্নিপরীক্ষা’, ‘মরণের পরে’, ‘সাত পাকে বাঁধা’, ইত্যাদি।