Saturday , December 28 2024
Breaking News
Home / Countrywide / এক সাথে বাংলাদেশে আসলেও কেন যুক্তরাজ্যে আলাদা বিমানে ফিরে যাচ্ছেন বেগম জিয়ার পুত্রবধু ও নাতনী

এক সাথে বাংলাদেশে আসলেও কেন যুক্তরাজ্যে আলাদা বিমানে ফিরে যাচ্ছেন বেগম জিয়ার পুত্রবধু ও নাতনী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। সম্প্রতি খালেদা জিয়া অসুস্থ হলে দেশে আসেন তার এই পুত্রবধূ। স্বামী মারা গেলে ও শাশুড়ির প্রতি রয়েছে তার অনন্য ভালোবাসা। তাইতো দুই মেয়েকে নিয়ে যুক্তরাজ্যে থাকলেও শাশুড়ির অসুস্থতায় বসে থাকেননি তিনি ছুটে এসেছেন তাকে দেখাশোনা করার জন্য। তবে রোববার নয়টার দিকে আবারও তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন।

বিএনপি সভাপতি খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি যুক্তরাজ্যে ফিরেছেন।

রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, শাশুড়ি খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে গত বছরের ২৫ অক্টোবর ঢাকায় আসেন পুত্রবধূ শর্মিলা। প্রায় তিন মাস ঢাকায় থাকার পর রোববার রাতে তিনি যুক্তরাজ্যে ফিরে আসেন।

আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় ২৫ জানুয়ারী, ২০১৫ তারিখে মারা যান। এরপর থেকে তার স্ত্রী শর্মিলা রহমান ও তাদের দুই মেয়ে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন। মাঝে মাঝে শাশুড়ি ঢাকায় এসে খালেদা জিয়ার বাসায় থাকেন।

আরাফাত রহমানের দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান তাদের মায়ের সঙ্গে যুক্তরাজ্যে থাকেন। এবার ছোট মেয়ে জাহিয়া রহমান মায়ের সঙ্গে ঢাকায় কিছুদিন থাকলেও মা শর্মিলা রহমানের একদিন আগে শনিবার রাতে যুক্তরাজ্যে চলে যান জাহিয়া রহমান।

বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, জাহিয়া রহমান শনিবার এবং তার মা শর্মিলা রহমান রোববার যুক্তরাজ্যে গেছেন। বিভিন্ন ফ্লাইটের টিকিট পাওয়ায় দুজনে বিচ্ছেদ হয়েছে।

২০২১ সালের এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। এরই মধ্যে তিনি তিনবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। এভারকেয়ার গত ১৩ নভেম্বর থেকে হাসপাতালে রয়েছে।

গত ২৬ নভেম্বর এক সংবাদ সম্মেলনে তার মেডিকেল টিমের সদস্যরা জানান, খালেদা জিয়ার লিভার সিরোসিস হয়েছে। বাংলাদেশে তার কোনো চিকিৎসা নেই। সুস্থ হতে তাকে বিদেশে নিয়ে যেতে হবে।

খালেদা জিয়া অসুস্থ থাকায় তিনি তিনবার এরই মাঝে হাসপাতাল থেকেছেন। ছেলে মারা গেছে বলেযে শাশুড়িকে ফেলে দিতে হবে এমনটা নয়, মনের দিক থেকে তিনি খুবই সুন্দর সেটা আর বলার অপেক্ষা রাখে না। যাওয়ার আগে তিনি জানান খালেদা জিয়াকে বিদেশ নেওয়াটা দরকার। খালেদা জিয়া বিএনপি’র চেয়ারপার্সন হলেও তার ছেলে কোকো ছিল বিএনপি অনুসারীদের কাছে অন্যতম জনপ্রিয় মুখ, তারি বউ শর্মিলা কেনই বা মানুষের আলোচনায় আসবেন না! তাইতো দেশে এসেই তিনি আলোচনায় এসেছিলেন, যাওয়ার সময়ও এখন মানুষের আলোচনায় তিনি।

About Ibrahim Hassan

Check Also

নথিপত্র গায়েব হচ্ছে সন্দেহে তুলকালাম কাণ্ড, দুইটি ট্রাক আটক

বরিশালের চরবাড়িয়া ইউনিয়নে পুরোনো নথিপত্র গায়েব হওয়ার সন্দেহে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি সচিবালয়ে নথিপত্র পুড়িয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *