দীর্ঘদিন মরণব্যাধী ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে আজ সোমবার (১৭ জানুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী শারমিন সুলতানা সুমির মা শেলি খাতুন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাকে হারানোর খবর নিশ্চিত করেছেন গুণী এই শিল্পী নিজেই।
এব্যাপারে তিনি বলেন, ‘আযান পড়ছিল। আমার মা তাঁর ছেলেমেয়ে, নাতি-নাতনির মধ্যে শুয়ে একটু আগে তাঁর শেষ নিঃশ্বাসটা ফেললেন। আমার মা এমন মৃত্যুই চেয়েছিলেন। আল্লাহ তাঁর চাওয়া কবুল করেছেন।
গত চার বছর ধরে, আমার মা সাহসিকতার সাথে জরায়ুর ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে আজ হাল ছেড়ে দিল। এই কঠিন পথে আমাদের পরিবারকে সমর্থনকারী সমস্ত ডাক্তার, নার্স, সমর্থকদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। ‘
সুমির বাবার নাম মকবুল হোসেন। শেলী খাতুন পাঁচ মেয়ে ও দুই ছেলের জননী ছিলেন।
প্রসঙ্গত, খুলনায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন শারমিন সুলতানা সুমি। এরপর ২০০২ সালে তিনি ‘চিরকুট’ নামে একটি ব্যান্ড গঠন করেন। বর্তমানে বিনোদন প্রেমি ভক্তদের মাঝে এই ব্যান্ডটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এদিকে আজ গুণী এই শিল্পীর মায়ের মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন ভক্ত-শুভাকাঙ্খিরা।