অবশেষে আজ রোববার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সকল কার্যক্রম। ইতিমধ্যে এ নির্বাচনের মাঠে উপস্থিত হয়েছেন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করা প্রার্থীরাও। সব-মিলিয়ে বেশ জমজমাট হয়ে উঠেছে ভোটের কার্যক্রম। তবে ভোটগ্রহণ শুরু হতে না হতেই এবার গুরুতর এক অভিযোগ তুললেন কাউন্সিলর প্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে লুনা বলেন, মাসদাইয়ের তালা ফ্যাক্টরি কর্নারে একজন ভোটার তার ভোটার আইডির ফটোকপি নিয়ে প্রবেশের চেষ্টা করলে তাকে থামানো হয়। এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, উপরোক্ত নির্দেশে পরিচয়পত্র ছাড়া প্রবেশ নিষেধ।
তিনি বলেন, আমরা বারবার বলেছি ইসির নির্দেশনা আছে যে কেউ এনআইডির ফটোকপি দিয়ে ভোট দিতে পারবে। কিন্তু এখানে তা হচ্ছে না। আমাদের ভোটাররা বাধাগ্রস্ত হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার গণমাধ্যমকে বলেন, ভোটারদের ভোটে যেতে দিতে হবে। ফটোকপি থাকলেও তারা ভোট দিতে পারবেন। পুলিশ আপনাকে কোনোভাবেই আটকাতে পারবে না। বিষয়টি দেখছেন তিনি।
এদিকে এর আগেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোনো প্রকার অনিয়ম হতে দেয়া হবে না বলে আশ্বাস দিয়েছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম। আর এরপরও এমন ঘটনায় রীতিমতো হতাশ হয়েছেন সকলেই।