সম্প্রতি কিছুদিন আগেই সাবেক কর্মকর্তাসহ র্যাবের ৭ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। আর এ নিয়ে গত বেশকিছু দিন ধরে প্রায় সারা-দেশজুড়েই চলছে বেশ আলোচনা। তবে এ বিষয়টি ভুল বোঝাবুঝির জন্য হয়েছে বলে মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ সদস্যের সেদেশে যাওয়ার জন্য ভিসা বন্ধ করার বিষয়টি একটি ভুল বোঝাবুঝির জন্য হয়েছে।
আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ব্রিফিংকালে মন্ত্রী বলেন, ‘সামাজিক মাধ্যমের ভুল কিছু তথ্য দেখে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। সেটা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’
বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীকে রোহিঙ্গা ক্যাম্পে মাদক বেচাকেনা বন্ধের বিষয়ে আরও সজাগ থাকার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র নির্মাণের এবং মাদক আইনের সংশোধনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যেসব বিদেশি নাগরিকদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
এছাড়া দেশে বসে যারা রাষ্ট্রবিরোধী প্রচারণা করে তাদের পাসপোর্ট বাতিল করার উদ্যোগ নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের বদৌলাতে ধীরে ধীরে আরও উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশে ও দেশের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতে অবিরাম কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। কিন্তু এ উন্নয়ন দেখতে পারছে না অনেকেই, ফলে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালিয়ে দেশের মান ক্ষুণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু ব্যক্তিবর্গ।