দেশের সকল ইউনিয়নে ধারাবাহিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় সপ্তম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামি মাসের ৭ তারিখ। ঐ ইউনিয়ন পরিষদ এলাকায় মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ হল আগামীকাল অর্থাৎ বুধবার। আর সেই মনোনয়নপত্র জমা দেয়ার জন্য নির্বাচন অফিসারের অফিস চত্বরে প্রত্যাশিত প্রার্থীরা ফরম পূরনের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। যেটা করার জন্য হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
এই বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসের পিয়ন হিসেবে কর্মরত তোফাজ্জল হোসেনও সুযোগ নিচ্ছেন। প্রত্যেকের ফরম পূরণ বাবদ তিনি নিচ্ছেন ৩০০০ টাকা। সেখানে গিয়ে দেখা গিয়েছে, একজন প্রার্থী টাকা কম দেয়ার জন্য জোরাজুরি করার পরও কোন কাজ না হওয়ায় শেষ অবধি তার নির্ধারিত ৩০০০ টাকা দিয়ে ফরম পূরণের কাজটি করান। টাকার পরিমাণ কিছুটা কম দিতে চাওয়া হলে তিনি বলেন আমাদেরকে ফুটপাতের লোক মনে হয়। টাকা কম দিতে চাইলে তিনি বলেন, ‘আমরা ফুটপাতের লোক না, হইন্নি না (ফকিন্নি)। অনার্স-মাস্টার্স পাস কইর্যা এইহানে আইছি, টেহা কম নেঅনের লাইগ্যা না।’
তাঁর এ কথার একটি ভিডিও আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই’রাল হয়েছে।
ওই ভিডিতে দেখা যায়, নির্বাচন অফিসের ভেতরে একটি কক্ষে বসে আগত প্রার্থীদের ফরম পূরণ করে দিচ্ছেন পিয়ন তফাজ্জল হোসেন। প্রতিটি ফরম পূরণে নিচ্ছেন দুই থেকে তিন হাজার টাকা করে। কেউ কম দিতে চাইলে ফরম রেখে দিচ্ছেন। তর্কে লিপ্ত হচ্ছেন। টাকা না পেলে ফরম পূরণ করছেন না তিনি।
তফাজ্জল হোসেনের বাড়ি পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। তিনি ওই অফিসে প্রায় চার বছর ধরে কাজ করে আসছেন।
নাম প্রকাশ না করার শর্তে ফরম পূরণ করতে আসা বেশ কয়েকজন প্রার্থী বলেন, পিয়ন হিসেবে কাজ করা তোফাজ্জল হোসেন প্রায় এই ধরনের কাজ করে থাকেন। অফিসের কোন ব্যক্তি কোন কাজ নিয়ে আসলে তিনি তাদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন। এটা এক ধরনের হয়রানি। তিনি বেশ দীর্ঘদিন ধরেই এই ভাবে হয়রানির মাধ্যমে টাকা নেয়ার সাথে জড়িত। তোফাজ্জল সেবা নিতে আসা ব্যক্তিদেরকে টাকা ছাড়া কোন কাজ করানো যাবে না, এমনটাই বুঝিয়ে টাকা দাবি করেন।
এ বিষয়ে মাহবুবুল হক যিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি বলেন,’ আমি এ ধরনের একটি ভিডিও সম্পর্কে শোনার পর সেটা দেখি। এ বিষয়ে তোফাজ্জল কে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।’