সড়কের পাশাপাশি বিভিন্ন সময়ে বিমানবন্দরেও ঘটে থাকে নানা দুর্ঘটনা। আর এরই ধারাবাহিকতায় সম্প্রতি এবার এমনই একটি ঘটেছে ভারতের মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা যায়, সোমবার (১০ জানুয়ারি) যাত্রীসহ একটি বিমানকে রানওয়েতে নিয়ে আসার টো ভ্যানে হঠৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবসত ততক্ষণে আগুন নিয়ন্ত্র আনতে সক্ষম হওয়ায় এতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জানা যায়, ৮৫ জন যাত্রীসহ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৬৪৭ মুম্বাই থেকে জামনগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিমানটিকে পেছনে ঠেলে দেওয়ার সময়ে আচমকা আগুন লেগে যায়।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, আগুন লাগলেও খুব কম সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে চলে আসে।
তবে হঠাৎই টো ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু সময়ের জন্য বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। কিন্তু আগুন ছড়িয়ে পড়ার আগেই বিমানকর্মীদের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জানা যায়, এ ঘটনায় নির্ধারিত সময়ের ২০ মিনিট পড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওণা হয় ঐ বিমানটি।