Saturday , December 28 2024
Breaking News
Home / Entertainment / বিবাহিত জীবনে অশান্তি, শাহরুখের ‘মান্নাত’ উড়িয়ে দেওয়ার হুমকি জীতেশের

বিবাহিত জীবনে অশান্তি, শাহরুখের ‘মান্নাত’ উড়িয়ে দেওয়ার হুমকি জীতেশের

ভারতীয় হিন্দি সিনেমার অন্যতম সুপার স্টার অভিনেতা শাহরুখ খান। তবে ভক্তের মাঝে ‘বলিউড বাদশাহ’ নামেই অধিক পরিচিতি পেয়ছেন তিনি। সারা-বিশ্বজুড়েই বিস্তার করছে তার অগুনিত ভক্ত-শুভাকাঙ্খি। বিশেষজ্ঞদের মতে বিশ্বের প্রতি ৫ জনের একজন শাহরুখ খানের ভক্ত। তবে সম্প্রতি এবার শোনা গেল, এবার গুণী এই অভিনেতার বাড়ি ‘মান্নাত’ উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। কিন্তু এরই মধ্যে মধ্যপ্রদেশের জবলপুর থেকে পুলিশের জালে ধরা পড়লো গুণধর। ঠাঁই হল সোজা কারাগারে। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বাইয়ের একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার হুমকি মেলে গত সপ্তাহে। তালিকায় ছিল ‘মান্নাত’-ও।

মহারাষ্ট্র পুলিশের দফতরে আসা ওই ফোনটিতে বাণিজ্যনগরীর বেশ কিছু জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছিল। নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন। তদন্তে জানা যায়, ফোন এসেছিল মধ্যপ্রদেশের জবলপুর থেকে।

মহারাষ্ট্র পুলিশের থেকে খবর যায় মধ্যপ্রদেশ পুলিশের কাছে। তদন্তে তারাই জবলপুর থেকে আটক করেন জীতেশ ঠাকুর নামে এক ব্যক্তিকে। আপাতত মধ্যপ্রদেশ পুলিশের হেফাজতে রয়েছেন অভিযুক্ত। এর পরে তাকে তুলে দেওয়া হবে মহারাষ্ট্র পুলিশের হাতে।

পুলিশের দাবি, মত্ত অবস্থাতেই ‘মান্নাত’-সহ মুম্বাইয়ের একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার ওই হুমকি-ফোন করেছিলেন জীতেশ। এমনটা নাকি আগেও একাধিক বার ঘটিয়েছেন ওই ব্যক্তি। বিবাহিত জীবনে অশান্তির জেরেই নাকি এমন কাণ্ডকারখানা!

সংসারে নিত্য ঝামেলা। শেষমেশ সেই রাগে খোদ কিং খানের উপরে ঝাল মেটালেন জবলপুরের জীতেশ?

এর আগে সম্প্রতি কিছুদিন আগেই মাদক আইনে কর মামলায় পুত্র আরিয়ান খানের গ্রেপ্তারের খবরে বেশ বিপাকে পড়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের ট্রলের শিকার হতে হয় তাকে। তবে এই মুহুর্তে অনেকটা ভালই রয়েছেন তিনি।

About

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *