অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বর্তমানে সারা দেশের আলোচিত একটি নাম এটি। আর সারা দেশে তার আলোচনায় থাকার কারন একটাই এবার তিনি দেশের প্রভাবশালী জেলা নারায়ণগঞ্জের মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আর এই নির্বাচন করতে যেয়েই তিনি বার বার আসছেন আলোচনার শিরোনামে। এ দিকে সম্প্রতি তাকে নিয়ে একটি কথা বলেছিলেন আওয়ামীলীগের জাহাঙ্গীর কবির নানক। এবার তার সেই কথার জবাব দিলেই তৈমুর নিজেই।
আলম খন্দকার বলেছেন, আমি জীবনে এমন বহু ঘুঘু দেখেছি, আল্লাহ আমাকে বহু ঘুঘু দেখিয়েছেন। বাকিটা আল্লাহ জানে কী হবে। আমি মিছিলের মধ্যে গুলি খেয়ে মরিনি। আল্লাহ আমাকে মারেনি, আমার সাথের লোকটা ইব্রাহিম মারা গেছে। তখন যেহেতু আল্লাহ রহমত করেছে বাকি সময়টাও আল্লাহ রহমত করবে।
আজ সোমবার দুপুরে বন্দরের ২৭নং ওয়ার্ডে গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় তৈমূর বলেন, একটা প্রবাদ আছে মসজিদ ভাঙলে গড়া যায়, কিন্তু মন ভাঙলে গড়া যায় না। পুলিশ দিয়ে জোর করে নির্বাচন করালে সেটা সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। একটা মেয়র নির্বাচনের জন্য সরকার যদি নগ্ন ভাবে পুলিশকে ব্যবহার করে ভয়ভীতি দেখায়, তাহলে সরকার প্রধানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়।
তিনি আরও বলেন, এই নির্বাচনটা নারায়ণগঞ্জের জনগণের আশা আকাঙ্ক্ষার ওপর ছেড়ে দেয়া উচিত। জনগণ যেটা চায় সেটাই হবে।
প্রসঙ্গত, বিএনপির রাজনিতীর সাথে শুরু থেকে সম্পৃক্ত রয়েছেন তৈমুর খন্দকার। তবে এবার তাকে দল থেকে দেয়া হয়েছে বের করে। বিএনপি এবার কোন ধরনের নির্বাচনে অংশ গ্রহন করছে না। আর এই কারনেই তৈমুর দলের উপর থেকেই করছেন নির্বাচন। ফলে তাকে দল থেকে করে দেয়া হয়েছে অব্যাহতি। তারপরেও তিনি নির্বাচনে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন নিজেই।