Monday , December 23 2024
Breaking News
Home / Countrywide / দুদকের অনুসন্ধানে উঠে এলো সেই গোল্ডেন মনিরের সম্পদের পরিমান

দুদকের অনুসন্ধানে উঠে এলো সেই গোল্ডেন মনিরের সম্পদের পরিমান

বর্তমান সময়ে দেশ জুড়ে দূর্নীতি সহ নানা ধরনের অনিয়মের প্রবনতা ব্যপক হারে বৃদ্ধি পেয়েছে। তবে বাংলাদেশ সরকার এই সকল অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এবং দূর্নীতি ও মা/দ/কে/র বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি ঘোষনা করেছে। এরই সুবাদে সরকারের দেওয়া নির্দেশনায় দেশ জুড়ে অভিযান চালিয়েছে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা। এসময় অনেক অনিয়মকারী ব্যক্তি এবং তাদের অবৈধ সম্পদের তথ্য উঠে এসেছে প্রকাশ্যে। এদের মধ্যে অন্যতম একজন গোল্ডেন মনির। এবার তার বিরুদ্ধে গুরুত্বপূর্ন তথ্য দিল দুদক।

প্রায় ২২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৯ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটি অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই সংস্থাটির সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে। দুদকের অনুসন্ধানে ৩৩ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৭৪২ টাকার অর্জনের উৎস পাওয়া গেলেও ২১ কোটি ৮২ লাখ ৭৩ হাজার টাকার সম্পদ অর্জনের উৎস পাওয়া যায়নি। এসব অর্থ তিনি অবৈধভাবে অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) দূর্নীতি প্রতিরোধে বিশেষ ভাবে কাজ করে। ইতিমধ্যে এই সংস্থাটি দেশের অনেক দূর্নীতিকারী ব্যক্তিদের শানাক্ত করে আইনের আওতায় এনেছে। এমনকি এই দূর্নীতির প্রবনতা প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সংস্থাটি।

About

Check Also

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর জন্য দায়ী তারই পূত্রবধূ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *