অবশেষে আজ রোববার (৯ জানুয়ারি) ঘুষ কেলেঙ্কারিসহ নানা দুর্নীতি-অনিয়মের মাধ্যমের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বরখাস্ত সেই ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে দায়ের মামলার রায় ঘোষণা করলো আদালত। জানা যায়, তার বিরুদ্ধে উঠা এ অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় পার্থ গোপালকে ৮ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। শুধু তাই নয়, সেইসঙ্গে জব্দ করা ৬৫ লাখ টাকা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) দুর্নীতি ও মানিলন্ডারিং আইনে দায়ের করা মামলার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন। গেলো বছরের ২৭ ডিসেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার এই দিন ঠিক করেন বিচারক। আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষে ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে ২০১৯ সালের ২৯ জুলাই মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে দুদক একই বছরের ২৩ আগস্ট পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। জিজ্ঞাসাবাদের পর অভিযান চালিয়ে পার্থ গোপালের ফ্ল্যাট থেকে নগদ ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। এরপরই আটক করা হয় তাকে।
এদিকে পার্থ গোপালের বিরুদ্ধে দায়ের করা ঐ মামলার অভিযোগপত্রে জানানো হয়, ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরেই নানা দুর্নীতি-অনিয়মের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিলেন তিনি। আর এভাবে তিনি ৮০ লাখ টাকা অবৈধভাবে আয় করেছেন।