Monday , December 23 2024
Breaking News
Home / Entertainment / কয়েক মাস ধরেই চলছে প্রেমের গুঞ্জন, এবার ইমরান বললেন আমি খুব ভাগ্যবান তোমার মতো মানুষ পেয়ে

কয়েক মাস ধরেই চলছে প্রেমের গুঞ্জন, এবার ইমরান বললেন আমি খুব ভাগ্যবান তোমার মতো মানুষ পেয়ে

বাংলা ছোট পর্দার অন্যতম সাড়া জাগানো অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। মডেলিংয়ের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করে করেন তিনি। বর্তমানে তার ঝুলিতে রয়েছে একাধিক জনপ্রিয় ‘নাটক’। তবে ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনার শীর্ষে রয়েছেন গুণী এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে, গায়ক এবং সংগীত পরিচালক ইমরান মাহমুদুলের সঙ্গে নাকি প্রেম করছেন প্রভা।

তবে দুজনের কেউ তা স্বীকার করেননি। তবে বিভিন্ন সময়ে দুজনের আড্ডা, ঘুরতে যাওয়াটা বিনোদন অঙ্গনের অনেকের নজরে আসার পর সন্দেহটা আরও বেড়েছে। দুজনের ইনস্টাগ্রামে মন্তব্য ও পাল্টা মন্তব্য দুজনের প্রেমের সম্পর্কের বিষয়ে সন্দেহ আরও বাড়িয়েছে। এমনকি ইমরানের সংগীতায়োজনে প্রভার গান প্রকাশের পরও বিষয়টি নজরে এসেছে কারও কারও।

ইনস্টাগ্রামে শুধু গত বছরের ডিসেম্বর মাসে পোস্ট করা প্রভা ও ইমরানের একাধিক স্থিরচিত্রে দুজনের পাল্টাপাল্টি মন্তব্য দুজনের সম্পর্কেরই ইঙ্গিতও দিচ্ছে বলে জানিয়েছেন তাঁদের ঘনিষ্ঠ দুজন ব্যক্তি। এক সপ্তাহ আগে প্রভার পোস্ট করা একটি স্থিরচিত্রের ক্যাপশনে লেখা ছিল, ‘অ্যাজ লং অ্যাজ ইউ কিপ ফেইথ ইন আল্লাহ, নো এভিল ক্যান চাট ইউর হার্ট অ্যান্ড নো সরো ক্যান রিউন ইয়োর ডে। মে ইয়োর লাইফ বি ফিল্ড উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস। মাহমুদুল হক ইমরান, থ্যাংকস ফর দ্য ক্লিক। ইমরানের তোলা প্রভার সেই স্থিরচিত্রে লুকিং মাশা আল্লাহ। মাই বিউটিফুল অ্যাঞ্জেল—এমনটাই লিখেছেন ইমরান। এরপর প্রভা লিখেছেন, থ্যাংক ইউ বাচ্চা। ইমরানের পোস্ট করা অন্য একটি স্থিরচিত্রের ক্যাপশন ছিল, আই সি মাই সেলফ ইন ইয়োর আইস। প্রভা লিখেছেন, সত্যি? উত্তরে ইমরান লিখেন, সত্যিই…।’

প্রভার আরেকটি স্থিরচিত্রে ইমরান লিখেছেন, ‘আই অ্যাম লাকি টু হ্যাভ সাচ আ গুড সোল লাইক ইউ ইন মাই লাইফ। উত্তরে ভালোবাসার ইমো দিয়ে প্রভা লিখেছেন শোকর আলহামদুলিল্লাহ।’ প্রভা ও ইমরানের গত কয়েক মাসের পোস্ট ঘেঁটে দেখা যায়, ‘অধিকাংশ ছবিতে প্রভাকে ইমরান ‘অ্যাঞ্জেল’ বলে সম্বোধন করেন। কোথাও প্রভাকে ‘প্রভামণি’, ‘আমার গর্জিয়াস’ বলেও ইমরান সম্বোধন করেছেন।

বিভিন্ন আড্ডায় ও মধ্যরাত পর্যন্ত ইমরান ও প্রভাকে একসঙ্গে রাজধানীর গুলশান ও বনানীর বিভিন্ন রেস্টুরেন্টে দেখা যায়। বছরের প্রথম দিন ইনস্টাগ্রামে পরিবারের সদস্যসহ আরেক ছবিতে ইমরানের সঙ্গে একটি সেলফিও দেন প্রভা। সেখানে প্রভা লেখেন, ‘এই মানুষগুলো আমাকে সীমাহীন ভালোবাসে এবং মানসিক প্রশান্তি দেয়। তোমাদের সঙ্গে অসাধারণ একটি বছর পার করেছি। প্রভার ওই পোস্টের ইমরান মন্তব্য করেন, আমি খুব ভাগ্যবান, জীবনে তোমার মতো একটি ভালো মনের মানুষ পেয়ে।’

ইমরানের এই মন্তব্যে প্রভার উত্তর ছিল এমন, ‘শোকর আলহামদুলিল্লাহ্ ফার ইউ।’

নানা কারণে প্রভা বেশ আলোচিত। অন্যদিকে রিয়ালিটি শো থেকে গানের ভুবনে আসা ইমরানকে নিয়ে নানা সময় প্রেমের গুঞ্জন হলেও কখনো তা এভাবে প্রকাশ্যে আসেনি, যা প্রভার সঙ্গে এসেছে। তবে প্রভার পক্ষ থেকে বিষয়টি শুধুই ‘ভালো বন্ধুত্ব’ ছাড়া আর কিছুই নয় বলে জানিয়েছেন। এখন দেখার বিষয়, তাঁদের সম্পর্ক কি শুধুই বন্ধুত্ব কিংবা প্রেমের মধ্যে থাকে, নাকি কোথায় গিয়ে গড়ায়, তা সময়ের ওপর ছেড়ে দিতে হবে।

উল্লেখ্য, ২০০৫ সালে মিডিয়ায় যাত্রা করেন প্রভা। প্রথমত মডেলিং ও বিজ্ঞাপনে কাজ শুরু করেন তিনি। সেই ধারাবাহিকতায় পরবর্তীতে ছোট পর্দায় নাম লেখান এই অভিনেত্রী। বর্তমানে ভক্তদের ভালোবাসা নিয়েই কাজ করে যাচ্ছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্য রয়েছে-‘ইউ টার্ন’, ‘নীলাবতী’, ‘সোয়া সের’, ‘রিয়া এখন রাজি’, ইত্যাদি।

About

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *