নানা উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ইংরেজী সনের নতুন বছরের সূচনা হয়েছে। এই নতুন বছরকে ঘিরে মানুষের মাঝে উৎসব উদ্দীপনার শেষ নেই। এমনকি নতুন বছরকে ঘিরে মানুষের প্রত্যাশাও অনেক। তারকারাও পিছিয়ে নেই এই তালিকায়। সম্প্রতি বাংলাদেশের বেহস কয়েকজন নামি-দামি জনপ্রিয় তরাকা নিজেদের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। এই প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরা হলো পাঠকদের উদ্দেশ্যে।
শুরু হয়ে গেল নতুন বছরের দিনক্ষণ প্রথম দিনেই তারকারা জানালেন নতুন বছর নিয়ে তাদের প্রত্যাশার কথা। কেউ সরাসরি নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন, আবার কেউ কেউ নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারকাদের নতুন বছরের ভাবনাগুলো তুলে ধরা হলো দেশ রূপান্তরের পাঠকদের জন্য।
চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘নতুন বছর নিয়ে অনেক পরিকল্পনা। তবে সেইসব পরিকল্পনা প্রকাশ করতে চাই না। আমি চাই, কাজের ভেতর দিয়েই সেইসব পরিকল্পনা মানুষ জানতে পারুক। আর ঝামেলামুক্ত ভাবে সবার নতুন বছর কাটুক সেই প্রত্যাশা করি।’
কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা বলেন, ‘গত বছরের শেষ থেকে স্টেজ শো নিয়েই ব্যস্ত আছি। নতুন বছরের মার্চ মাস পর্যন্তও স্টেজ শো নিয়েই ব্যস্ত থাকব। গত বছর প্রচুর সিনেমার গান করেছি। এ বছর আরও বেশি বেশি করে ভাল গান উপহার দিতে চাই দর্শকদের।’
অভিনেতা সজল বলেন, ‘গত বছরে ক্যারিয়ারের অনেক কিছু করিনি, সেগুলো নতুন বছরে করতে চাই। যেসব কাজের সঙ্গে সম্পৃক্ততা নাই, নতুন বছরে সেসব কাজের সঙ্গে যুক্ত হতে চাই। এ বছরে আমার বেশ কটি সিনেমা মুক্তি পাবে। এ তালিকায় রয়েছে—‘জীন’, ‘১৯৭১ সেইসব দিন’। এসব সিনেমা নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক তারকা নতুন বছর নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন।
শাকিব খান একটি ভিডিও বার্তায় নতুন বছরের শুভকামনা জানিয়েছেন ভক্তদের। তিনি বলেন, ‘স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে আমরা পা রেখেছি নতুন একটি বছরে। নতুন স্বপ্ন নিয়ে, অসীম সম্ভাবনার হাতছানিতে। নতুন বছরে আমরা চাই মহামারিমুক্ত সুস্থ একটি দেশ, যেখানে প্রতিদিন রচিত হবে এগিয়ে যাওয়ার নতুন নতুন গল্প। সেই প্রত্যাশা নিয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
চঞ্চল চৌধুরী লিখেন, ‘আজ বছরের শেষ দিনেও মা-বাবার মুখের এই হাসি দেখার সৌভাগ্য কজন সন্তানের হয়েছে জানি না। আমি সেই ভাগ্যবান…মা-বাবার বয়স যেমন বাড়ছে, নানা শারীরিক সমস্যাও বাড়ছে পাল্লা দিয়ে…শান্তি একটাই…অনেক চেষ্টা করে, আমরা সবাই এখনো তাদের হাসিমুখখানা দেখতে পাই। সামনের বছরেও যেন এই বটবৃক্ষের ছায়াতলে থাকতে পারি…সবার মঙ্গল হোক…। শুভ হোক নতুন বছর ২০২২।’
মেহজাবিন চৌধুরী লিখেন, ‘২০২১ সালের অলস সময়, অক্লান্ত শুটিং, লকডাউন, আনন্দাশ্রু, বেদনার জল আর অনেক অনেক আবেগপ্রবণ ঘটনা…২০২২ সালে এখন পুরো মনোযোগ।’
সাফা কবির লিখেন, ‘যেভাবেই কাটুক বছরটি, কৃতজ্ঞ থাকো, কারণ এই সময় তোমাকে বেড়ে উঠতে সাহায্য করেছে। ২০২২ সালের জন্য উন্মুখ হয়ে আছি।’
গোটা বিশ্ববাসী নতুন বছরকে স্বাগত জানিয়েছে। তবে পশ্চিমা দেশ গুলো এই দিনটিকে নানা আয়োজনের মধ্যে দিয়ে বরন করে থাকে। ইতিমধ্যে অনেকেই নতুন বছরে নিজেদের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই নতুন বছরকে নিয়ে নানা পোষ্ট করেছেন। তারকা ব্যক্তিরাও নিজেদের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন নানা ভাবে।