Friday , December 27 2024
Breaking News
Home / Entertainment / ইলিয়াস আমাকে ব্ল্যাকমেইলিং করছে, যেন আমি এসব প্রকাশ না করি : সুবাহ

ইলিয়াস আমাকে ব্ল্যাকমেইলিং করছে, যেন আমি এসব প্রকাশ না করি : সুবাহ

দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর গত ১ ডিসেম্বর ঢাকাই চলচ্ছিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও নাসিরের সাবেক প্রেমিক সুবাহ শাহ হুমায়রার সঙ্গে বিবাহ বব্ধনে আবদ্ধ হন জনপ্রিয় কন্ঠশিল্পী ইলিয়াস হোসেন। তবে বিয়ের পর থেকেই রীতিমতো আলোচনার শীর্ষে রয়েছেন তারা। সংসার সাজাতে না সাজেতেই দাম্পত্য কলহের জের ধরে ভেঙে যেতে বসেছে তাদের সংসার।

এরই মধ্যে একে-অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন তারা। ইলিয়াস দাবি করেছেন, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ। এমনকি বিয়ের পর তার গায়ে হাতও তুলেছেন অভিনেত্রী। অন্যদিকে সুবাহর দাবি, তার গায়েও হাত তুলেছেন ইলিয়াস। এছাড়া দ্বিতীয় স্ত্রী করিন নাজকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন।

এসব কাদা ছোঁড়াছুড়ির মধ্যেই ইলিয়াসের সঙ্গে কথা বলার একটি কলরেকর্ড প্রকাশ করলেন সুবাহ। সেখানে তাদের দু’জনের ব্যক্তিগত কিছু আলাপ শোনা গেছে। সুবাহ ফেসবুকে অডিওটি শেয়ার করে লিখেছেন, ‘ইলিয়াস আর আমার কলরেকর্ড শুনে দেখুন ইলিয়াস কতোটা ভালো মানুষ। কীভাবে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। উল্টো বলছে, আমি নাকি ফাঁসিয়ে বিয়ে করেছি। ছি! ইলিয়াস ভালো হয়ে যাও; বিয়ে পুতুল খেলা না আর কতো মেয়ে নিয়ে খেলবা?’

শুক্রবার (৩১ ডিসেম্বর) ইলিয়াসের হোয়াটসঅ্যাপ মেসেজের একটি স্ক্রিনশটও প্রকাশ করেন সুবাহ। সেখানে দেখা গেছে, ক্ষুব্ধ হয়ে গায়ক বিভিন্ন প্রমাণ সামনে আনবেন বলে সুবাহকে হুমকি দিচ্ছেন। এছাড়া এও বলেছেন, ‘তোমার মতো বউ যেন শত্রুরও না হয়’।

এই স্ক্রিনশটের ক্যাপশনে সুবাহ লেখেন, ‘ছি ইলিয়াস হোসাইন ছি! লাইভে আসো, আর এসে আরও কিছু মিথ্যা কথা বলে যাও। চরিত্রহীন বাজে ছেলে। উল্টো আমাকে ব্ল্যাকমেইলিং করছে। যেন আমি এসব প্রকাশ না করি।’

এদিকে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজের ভিডিও সাক্ষাৎকারে সুবাহকে বিয়ে করার বিষয়টি ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেন ইলিয়াস। আর সেখানে তাকে দাবি করতে দেখা যায়, সুবাহ নাকি তাকে ফাঁসিয়ে করেছেন। তবে এর প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় নানা বার্তা দিয়েছেন সুবাহও। তবে বিয়ের পর থেকেই মূলত একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন তারা।

About

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *