Monday , December 23 2024
Breaking News
Home / National / আমরা তোর দাবি মেনে নিয়েছি, বাড়ি ফিরে আয় মজনু : বিজ্ঞাপন দিয়ে বাবা-মা

আমরা তোর দাবি মেনে নিয়েছি, বাড়ি ফিরে আয় মজনু : বিজ্ঞাপন দিয়ে বাবা-মা

মনের মানুষের সঙ্গে সংসার করতে না পেরে রাগের বশে বিভিন্ন সময়ে অনেক কিছুই করে বসেন কেউ কেউ। কেউ করেন সুইসাইড, আবার কেউ পালিয়ে যান বাসা থেকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি আবারও এমনই একটি ঘটনা ঘটেছে। ভারতের ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকায় দেয়া একটি বিজ্ঞাপনের মাধ্যমে এ খবর নিশ্চিত হওয়া গেছে। তবে এ বিজ্ঞাপন নিয়ে রীতিমতো পাঠকদের মাঝে শুরু হয়েছে নানা শোরগোল।

বিজ্ঞাপনে লেখা হয়েছে— ‘আমরা তোর দাবি মেনে নিয়েছি। লায়লাই তোর জীবনসঙ্গী হবে। শুধু তাই নয়, তোর পছন্দমতো দোকান থেকেই শেরওয়ানি কেনা হবে।’ খবর আনন্দবাজার পত্রিকার।

বিজ্ঞাপনে আরও লেখা হয়েছে— ‘নিউমার্কেটের সেই দোকানেই আমরা যাব। ওখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে। তা ছাড়া তোর বউভাতের দিনের জন্য আমরা সবাই ওই দোকান থেকেই কুর্তা কিনব।’

কেউ হারিয়ে গেলেছেলের নিখোঁজ বিজ্ঞাপনে লিখলেন বাবা-মা বা কাউকে বেশ কয়েক দিন খুঁজে না পাওয়া গেলে আমরা সংবাদপত্রে বা টেলিভিশনে নিখোঁজ বিজ্ঞাপন দেখে থাকি। কতদিন ধরে নিখোঁজ, সংশ্লিষ্ট ব্যক্তির গায়ের রঙ, হারিয়ে যাওয়ার সময় কী ধরনের পোশাক ছিল, শারীরিক গঠন ইত্যাদি সবিস্তারে দিয়ে বিজ্ঞাপন দেন পরিবারের সদস্যরা।

এ ধরনের নিখোঁজসংক্রান্ত বিজ্ঞাপন দেখে আমরা সচরাচর অভ্যস্ত। কিন্তু সম্প্রতি এক দম্পতি তার ছেলের যে নিখোঁজ বিজ্ঞাপন দিয়েছেন তা নিয়ে বেশ চর্চা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে গেছে।

কখনও শুনেছেন পছন্দমতো পাত্রীর সঙ্গে বিয়ে না দেওয়ায় বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছেন পাত্র? কখনও শুনেছেন, পছন্দের দোকান থেকে শেরওয়ানি না কেনায় বাড়ি ছেড়ে চলে গেছেন পাত্র? শুনতে অদ্ভুত লাগলেও সম্প্রতি ছেলের নিরুদ্দেশ হওয়ার এমনই বিজ্ঞাপন দিয়েছেন ওই দম্পতি।

পাত্রের বয়স ২৪। ফর্সা, সুন্দর ও উঁচু-লম্বা। এই বর্ণনার পাশেই লেখা— নিখোঁজ!

তার ঠিক নিচেই বাবা-মায়ের কাতর আর্জি— ‘বাড়ি ফিরে আয় বাবা মজনু। তোর জন্য সবাই ভীষণ চিন্তায় আছি।’ বিজ্ঞাপন দেখে বোঝা যাচ্ছে ছেলের পছন্দমতো পাত্রীর সঙ্গে বিয়ে না দেওয়ায় বাড়ি ছেড়ে চলে গেছেন। আর তাতেই দিশাহারা পরিবার। তার দাবি মানা হবে, এই কথা জানিয়েই ছেলেকে ফিরে আসার অনুরোধ করেছেন বাবা-মা।

আর এ বিজ্ঞাপনকে কেন্দ্র করে পাঠকদের মাঝে বেশ শোরগোল লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ এ বিষয়টি মজা হিসেবে নিয়ে করছেন নানা মন্তব্য। তবে পাঠকদের মধ্যে আবার কেউ নিখোঁজ ব্যক্তির সন্ধানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

About

Check Also

যুক্তরাষ্ট্রের কাছে সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস উইং

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়েছে যে অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন দ্বীপকে লিজ দিচ্ছে। তবে প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *