Thursday , December 26 2024
Breaking News
Home / Countrywide / ভোটকেন্দ্রে প্রার্থীর খাবার ফিরিয়ে দিলেন এসআই, জানা গেল কারন

ভোটকেন্দ্রে প্রার্থীর খাবার ফিরিয়ে দিলেন এসআই, জানা গেল কারন

ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় কোনো প্রার্থীর দেয়া খাবার খেলে অন্য প্রার্থীরা বিষয়টিকে ভিন্ন ভাবে দেখতে পারেন বলে, দুপুরে না খেয়ে সত্বেও প্রার্থীর দেয়া খাবার ফিরিয়ে দিয়ে রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসছেন এসআই শেখ মোহাম্মদ মোরশেদ আলী। ফলে বেশ প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও বেশ সস্তির আভাস লক্ষ্য করেন। আজ রোববার (২৬ ডিসেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ দাখিল মাদরাসা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেন তিনি।

শেখ মোহাম্মদ মোরশেদ আলী কালিগঞ্জ থানার উপপরিদর্শক। ঢাকা পোস্টকে তিনি বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে আমি কোনো প্রার্থীর খাবার খাইনি। কারও খাবার খেলে অন্য প্রার্থী মনে করেন আমি তাকে সহযোগিতা করছি। ভোট হবে নিরপেক্ষ। আমি কারও পক্ষে নই। সে কারণে কারও দেওয়া খাবার আমি খেতে রাজি নই।

তিনি বলেন, শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কেন্দ্রে এসে পৌঁছেছি। রাতে খাওয়া হয়নি। কেননা এটি উপকূলীয় অঞ্চল দোকানপাটও খুব কম। আশপাশে দোকানপাট না থাকায় না খেয়েই থাকতে হয়েছে। সকালে রুটি খেয়ে নাশতা করেছি। দায়িত্ব শেষে খাব।

এদিকে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে ইউপি সদস্য প্রার্থী মোস্তাফিজুুর রহমান বকুল জানিয়েছেন, ‘ভোটকেন্দ্রে দায়িত্বরত এসআই মোরশেদ আলী স্যারকে খাবার খাওয়ার জন্য অনুরোধ করা হলে, তিনি তা খেতে রাজি হননি।’ খিদে থাকা সত্বেও প্রার্থীর দেয়া খাবার ফিরিয়ে দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

About

Check Also

খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫

নেত্রকোনা থেকে খেজুরের রস খেতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আসা ১৫ যুবক ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *