বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপি দলের অভিযোগের শেষ নেই। প্রায় সময় এই সরকারের নানা অনিয়মের কর্মকান্ড গুলো তুলে ধরছে বিএনপি দলের নেতাকর্মীরা। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে সরকারকে কঠোর হুশিয়ারি দিয়েছে বিএনপি দলের নেতাকর্মী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আদালত সরকারের আজ্ঞাবহ। আদালতে খালেদা জিয়ার প্রতি ন্যায়বিচার হয়নি। তাই আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করবো। অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতি না দিলে কঠোর আন্দোলনে করা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা বিএনপি আয়োজিত শহরের নতুনহাট গোহাটি বাজারে সমাবেশে তিনি একথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদকে ক্ষমতাচ্যুত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। একইভাবে যেকোন সময় তারেক রহমানের ডাক এলেই কঠোর আন্দোলনের মাধ্যমে অবৈধ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরানো হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ভোটাকারচুপি ও জালিয়াতির মধ্যে দিয়ে বর্তমান সরকার ক্ষমতার রয়েছে এমন অভিযোগ রয়েছে। এরই সুবাধে বিএনপি দল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ এবং নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করছে। এবং এরই লক্ষ্যে বিএনপি দল তুলেছে বেশ কিছু দাবি।