চলতি বছরের গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনই সবাইকে চমকে দিয়ে বিমান বালা তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম আলোচিত খেলোয়াড় মোহাম্মদ নাসির হোসেন। তবে বিয়ে করতে না করতেই রীতিমতো নানা সমালোচনায় জড়িয়ে পড়েন তিনি। জালিয়াতির মাধ্যমে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
তবে অবশেষে অবৈধ বিয়ের মামলায় জামিন পেলেন ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা তাম্মি ও তামিমার মা সুমি আক্তার। তামিমার সাবেক স্বামী রাকিব হাসান এ মামলা দায়ের করেন।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৪শে জানুয়ারি চার্জ গঠনের জন্য দিন ধার্য করেন আদালত।
তবে জামিন পাওয়ার পরপরই আদালত প্রাঙ্গণ থেকে বের হয়েই সাংবাদিকদের ক্যামেরায় হামলা চালানোর অভিযোগ উঠেছে নাসিরের সঙ্গীদের বিরুদ্ধে। এমনকি এ সময়ে দেখে নেওয়ার হুমকিও দেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়তেও দেখা যায়। যেখানে সাংবাদিকদের সঙ্গে অশুভ আচরণ করতে দেখা যায় তাদের।