Thursday , December 26 2024
Breaking News
Home / Entertainment / শাহরুখের স্কুলের ডাক নাম ছিল মেইল গাড়ি, ভেঙে দিয়েছিলেন আরেক স্কুলের ছাত্রদের দাঁত

শাহরুখের স্কুলের ডাক নাম ছিল মেইল গাড়ি, ভেঙে দিয়েছিলেন আরেক স্কুলের ছাত্রদের দাঁত

বলিউড সুপার স্টার অভিনেতা ও প্রযোজক শাহরুখ খান। যিনি ভক্তদের মাঝে ‘বলিউড বাদশাহ’ ও ‘বলিউড কিং’ খান নামেই অধিক পরিচিতি লাভ করেছেন। অভিনয় কর্মজীবনে প্রায় ৮০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি, আর এর অধিকাংশই ভক্তদের মাঝে সাড়া ফেলেছে। তবে বর্তমানে মুম্বাইতে রইলেও গুণী এই তারকা বড় হয়েছেন দিল্লিতে।

পড়াশোনা করেছেন দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও তিনি ছিলেন বেশ ভালো। বিভিন্ন সময়ে দেয়া সাক্ষাৎকারে শাহরুখ ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন স্কুল জীবনের মজার অভিজ্ঞতা।

শাহরুখকে নিয়ে তৈরি করা হয়েছিল ‘দ্য ইনার ওয়ার্ল্ড অফ শাহরুখ খান’ নামের এক ডকুমেন্টারি। ২০১৬ সালে প্রকাশিত সেই ডকুমেন্টারিতে অভিনেতাকে দেখা গিয়েছে স্কুলে ফিরে যেতে, দর্শকদের স্কুল ঘুরিয়ে দেখাতে। সেখানেই একজন শাহরুখকে মনে করিয়ে দিয়েছেন দিল্লির আরেক বিদ্যালয় মডার্ন স্কুলের সঙ্গে ঝামেলার কথা। বলছেন, ‘মনে আছে মডার্ন স্কুলের ছেলেদের দাঁত ভেঙে দিয়েছিলেন?’। এই প্রশ্নে হেসে দেন শাহরুখ।

২০১৮ সালে ফিল্মফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, স্কুলে তার ডাক নাম ছিল ‘মেইল গাড়ি।’ কারণ, তিনি খুব জোরে দৌড়াতে পারতেন। শাহরুখের সামনের চুলগুলো সবসময়ে দাঁড়িয়ে থাকতো, এটাও ছিল এই নামের পেছনে আরেকটি কারণ।

শাহরুখ আরও জানান, তিনি শিক্ষকদের খুব বিরক্ত করতেন। দুষ্টু শাহরুখ স্কুলে প্রায়ই অজ্ঞান হওয়ার অভিনয় করতেন।

উল্লেখ্য, ১৯৮০-র দশকের শেষের বেশকিছু ধারবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন শাহরুখ খান। এরপর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমা দিয়ে বলিউডে প্রথমবারের মতো পা রেখেই ভক্তদের মনের মাঝে জায়গা করে নেন তিনি। বর্তমানে বলিউডে সর্বোচ্চ পারি শ্রমিক গ্রহনকারী অভিনেতাদের মধ্যে তিনি একজন।

About

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *