বিতর্কিত ই-কমর্স প্রতিষ্টান ইভ্যালিকে কেন্দ্র করে আজ সারা-দেশজুড়েই চলছে নানা আলোচনা-সমালোচনা। চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। আর এ ঘটনায় এক গ্রাহকের দায়ের করা মামলায় রীতিমতো ফেঁসে গেছেন ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী-উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা।
তবে এবার তিনি বলেছেন, ‘আমাদের যেসব খবর নিয়ে বেশি কথা বলা উচিত। বেশি বেশি হ্যাশট্যাগ দেওয়া উচিত, তা নিয়ে কথা বলছি না। উল্টো উদ্ভট, বিভ্রান্তিকর খবর নিয়ে মাতামাতি করছি। এই অভ্যেসটা আগে আমাদের বদলাতে হবে।’
গতকাল ঢাকা থেকে নিজের শ্বশুরবাড়ি কলকাতায় ফিরে গেছেন মিথিলা। টানা ২ মাস পর আবারো কলকাতা। তবে এই সময়টাতে শুধু ঢাকাতেই ছিলেন না। বরং অফিসের কাজে আফ্রিকা ট্যুর দিলেন। ফেরার পথে তুরস্ক ট্রানজিট ছিল বলে সেখানে দু’দিন বেড়িয়েও গেছেন।
ঢাকা ছাড়ার আগে মিথিলা বলেন, ‘আমাদের দর্শকরা খুবই সংবেদনশীল। এটাকে আমি মেনে নিচ্ছি। কিন্তু এই সংবেদনশীলতা সঠিক জায়গায় কাজে লাগিয়ে সোচ্চার হওয়া প্রয়োজন। আমি প্রথম থেকেই সাইবার বুলিং, নারী নির্যাতন থেকে শুরু করে সকল সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। ভবিষ্যতেও বলে যাবো।’
সম্প্রতি তাহসান, শবনম ফারিয়াসহ মিথিলাকে নিয়ে একটি মামলা হয়েছে, যার আগাম জামিন পেয়েছেন তিনি। এই বিষয়ে ভীষণ বিব্রত হয়েই মিথিলা বলেন, ‘দেখুন, এই ধরনের মামলার যে কোনো শক্ত ভিত্তি নেই, তা আদালত বুঝেছেন। সেকারণেই আগাম জামিন দিয়েছেন। একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কখনোই সেই প্রডাক্ট বা কোম্পানির বিক্রয় বিপণনের দায় নিতে পারে না। ধরুন, একটি কোমল পানীয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। এখন সেই পানীয় পান করে যদি কারো হঠাত্ ডায়রিয়া হয়, এ জন্য কী আমাকে দায়ী করা হবে?
তিনি বলেন, খারাপ লাগে এই ভেবে যে, এসব ইস্যুর বাইরে আমাদের দেশে নারী নি র্যাতন নিয়ে কী পরিমাণ ভয়াবহ খবর বেরুচ্ছে। অজপাড়াগাঁয়ের কথা বাদ দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীও খু’ন হচ্ছে। এগুলো নিয়ে স্যোশাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলা দরকার। কিন্তু তা করছি না। সকল মনোযোগ যেন ফেক আর হালকা খবরে। এটা খুবই দুঃখজনক।’
তবে ইভ্যালি ছাড়াও দেশের বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গ্রাহকদের অনলাইনে কোনো প্রডাক্ট ক্রয় থেকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। ইতিমধ্যে প্রর্তারণার অভিযোগে দায়ের করা মামলায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।