ব্যাংক লুটপাট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই ৯২ হাজার কোটি টাকা কোথায় গেল, সেটা একটু জানতে চাই। এই টাকাগুলো কোথায় আছে?
সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিপিডির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ বছরে অর্থনৈতিক খাতে লুটপাট হয়েছে ৯২ হাজার কোটি টাকা। গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এ বিষয়ে ক্ষমতাসীন দলের অবস্থান কী? জবাবে ওবায়দুল কাদের বলেন, আমার জবাবে একটাই, এই ৯২ হাজার কোটি টাকা কোথায় গেল, সেটা একটু জানতে চাই। এই টাকাগুলো কোথায় আছে? সন্ধান দিলে তখন আমরা জবাব দেব। আমাদের জানা নেই।
প্রসঙ্গত, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) অনুসারে, ২০০৮ সাল থেকে ২৪টি বড় ঋণ অনিয়মের মাধ্যমে ব্যাংকিং খাত থেকে ৯২ হাজার কোটি টাকার বেশি লোকসান হয়েছে।
সিপিডি পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করে তথ্য উপস্থাপন করে। এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সংকট, দেশের সার্বিক অর্থনীতি আগে এমন চ্যালেঞ্জের মুখে পড়েনি। অর্থনীতি ক্রমেই নাজুক হয়ে পড়ছে। কমছে রাজস্ব। ব্যাংকিং খাত দুর্বল হয়ে পড়ছে। মূল্যস্ফীতি বাড়ছে। পাঁচ বছরে দ্রব্যমূল্য ৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪০০ শতাংশে। শ্রমিক ইস্যুতেও আন্তর্জাতিক চাপ বাড়ছে। এ অবস্থায় এ খাতে কার্যকর উদ্যোগ না নিলে বৈদেশিক বাণিজ্য ও রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে। সংস্থাটির মতে, অর্থনীতির সংকট নিরসনে বড় ধরনের সংস্কার প্রয়োজন।