Saturday , November 23 2024
Breaking News
Home / Abroad / ৮০ জনকে পেছনে ফেলে ডায়মন্ড জিতলেন বাংলাদেশি নাসির

৮০ জনকে পেছনে ফেলে ডায়মন্ড জিতলেন বাংলাদেশি নাসির

প্রবাসী বাংলাদেশীদের যেকোনো অর্জন দেশের মানুষের কাছে ব্যাপকভাবে সম্মানীয় এবং দেশের মাটিতে থেকে সেই বিদেশে পাওয়া সম্মানের ভাগীদার হই আমরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক বাংলাদেশী তবে তারা যখন বিদেশের মাটিতে কোন সন্মানজনক কাজ করে এবং বিভিন্ন জায়গায় সম্মানিত হয় সেটা আমাদের জন্য গর্বের

মালয়েশিয়ায় ৮০ জন শিক্ষা’র্থীকে পেছনে ফেলে প্রথম পুরস্কার (ডায়ম’ন্ড) জিতেছেন বাংলাদেশি শিক্ষার্থী ওলিদ বিন নাসির। ৩৫টি বিশ্ববিদ্যালয়ের সম’ন্বয়ে অনুষ্ঠিত ফাইনাল ইয়ার প্রজেক্ট রিসার্চ অ্যা’ন্ড ইনোভেশন পো’স্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে (আরআইপিসি) প্রথম পুরস্কার পেয়েছেন দেশটির ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ওলিদ বিন নাসির।

২০১৯ সালে প্রথম চালু করা, ইভেন্টটির লক্ষ্য ছিল শিক্ষার্থীদের চূড়া’ন্ত বছরের প্রকল্প, থিসিস, বা গবেষণাপত্র উপস্থাপন করা। চলতি মাসের ৫ আগস্ট অনলাইনে ওলিদের গবেষণাপত্র জমা করার পর ২৮ আগস্ট জুরিবোর্ড তাকে প্রথম পুরস্কারে ‘ভূ’ষিত করেন।

২০১৭ সালে ব্যাচেলর ইন ইনফরমেশন টেকনলজি বিষয়ে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়ন শুরু করেন ওলিদ। চট্টগ্রামের পাচঁলাইশের নাসির উদ্দিন চৌধুরীর ছেলে ওলিদবিন নাসির মঙ্গলবার (৩১ আগস্ট) বলেন, বাংলাদেশের প্রতিনি’ধিত্ব করা এবং আন্তর্জাতিক পর্যায়ে এমন একটি সম্মানজনক পুরস্কার জেতা খুবই গর্বের। আমি আশা করি আমরা এমন আরও পুর’স্কার জিততে পারব এবং আমাদের দেশকে গর্বিত করতে পারব।

কর্মের সন্ধান এর কিংবা পড়াশোনা এবং বিভিন্ন কারণে প্রতি বছর বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশিরা যায় এবং সেখানে তারা তাদের কর্মকান্ড গুলো করে থাকে তাদের ইতিবাচক কর্মকাণ্ডে যখন এদেশের মানুষ জন কিংবা প্রশাসন প্রশংসা করে তখন গর্ব হয় দেশের মানুষের এবং তাদের ইতিবাচক কর্মকাণ্ড আমাদের কাছে গর্ভের একটি অন্যতম কারণ

About

Check Also

প্রবাসীদের জন্য সুখবর, সহজেই মিলবে ইতালি থেকে আমেরিকার ভিসা

বর্তমানে প্রায় ১৪০ হাজার প্রবাসী বাংলাদেশি ইতালিতে অবস্থান করছেন। যাদের অনেকেই দেশ থেকে অন্য দেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *