৭ মাসে অনেক কিছু হয়েছে, এনাফ ইজ এনাফ : সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান সাফ জানিয়ে দিয়েছেন, “গত ৭ মাসে অনেক কিছু ঘটে গেছে, এবার যথেষ্ট।” তিনি দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলার তাগিদ দেন।

আজ মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা নিজেরা বিভেদ তৈরি না করি। ঐক্যবদ্ধ থাকাই আমাদের শক্তি। যদি কোনো সমস্যা বা মতপার্থক্য থাকে, সেটা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।”

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় রাজনৈতিক নেতাদের বা বাইরের কোনো শক্তির সংশ্লিষ্টতা আছে কিনা, তা খুঁজে বের করতে ইতোমধ্যে কমিশন গঠন করা হয়েছে বলে জানান সেনাপ্রধান।

তিনি বলেন, “আজকের দিনটি বেদনাদায়ক। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির সেই ভয়াবহ দিনে আমরা ৫৭ জন দক্ষ অফিসারসহ কয়েকজন পরিবারের সদস্যকে হারিয়েছি। অনেকে সেই ঘটনার ছবি দেখেছেন, কিন্তু আমি নিজেই সেই নৃশংসতার প্রত্যক্ষ সাক্ষী।”

সেনাপ্রধান স্পষ্ট করে বলেন, “একটা বিষয় আমাদের কখনোই ভুলে গেলে চলবে না—এই বর্বরতা কোনো সেনা সদস্য ঘটায়নি।”