কোরআনে হাফেজ হওয়া কোনো সহজ বিষয় নয়। একজন ব্যক্তিকে হাফেজ হতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। তবে অনেকেই খুব কম সময়ে হাফেজ হওয়ার যোগ্যতা অর্জন করেন। এবার একটি ভিন্ন ধরনের ঘটনা দেখা গেল কুমিল্লায়, যেখানে একটি ৭ বছরের শি”শু মাত্র ১০ মাসের মধ্যে হাফেজ হয়ে ঐ এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন।
সে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের আমির হোসেনের মেয়ে হাফেজা মোসা. আয়শা আক্তার।
তিনি ব্রাহ্মণপাড়ার খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসায় পবিত্র কোরআন খতম করেন। হিফজ শেষ করে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে।
হাফেজা আয়েশা আক্তারের বাবা আমির হোসেন বলেন, আমার মেয়ের জন্য সবার দোয়া চাই।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ জসিম ইসলাম বলেন, হাফেজা আয়েশা আক্তারকে নিয়ে আমি গর্বিত।
এই কৃতিত্বে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, “আমাদের মেয়ে খুবই মেধাবী, সে অনায়াসেই যেকোনো আয়াত ও পৃষ্ঠা সংখ্যা বলে দিতে পারে। তাছাড়া সে কিছু কিছু বিষয়ভিত্তিক আয়াত অনুবাদ সহ মুখস্থ করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
তার এই ধরনের কৃতিত্বে ওই এলাকার অনেকেই প্রশংসা করেছেন এবং তার মেধা নিয়েও আলোচনা চলছে। কারণ এই বয়সে সে হাফেজা হয়েছে যেটা অনেকের কাছে একটি অকল্পনীয়। মেয়েটির পিতা মাতা মেয়েটির জন্য দোয়া চেয়েছেন।