দেশের কাঁচা পাট রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) সাত বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে। সোমবার, বিজেএ-এর নির্বাচিত সহযোগী ও সাধারণ গ্রুপের সদস্যরা সংগঠনের চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যান নির্বাচন করবেন।
শেখ সৈয়দ আলী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আস্থাভাজন এবং দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি, ২০১৬ সাল থেকে টানা সাত বছর বিজেএ-এর চেয়ারম্যান ছিলেন।
বেশ কয়েকজন কাঁচা পাট রপ্তানিকারক জানান, জয়পুরহাটের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রাজ্জাক আকন্দের ছেলে ও অগ্রণী জুট কোম্পানির স্বত্বাধিকারী ফরহাদ আহমেদ আকন্দ ২০২৩ সালের অর্থবছরে বিজেএ-এর চেয়ারম্যান পদে একমাত্র আলোচনায় রয়েছেন। ২৪ এবং ২০২৪ -২৫ ।
এ ছাড়া নারায়ণগঞ্জের ব্যবসায়ী তালুকদার ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী গোপাল চন্দ্র তালুকদার, খুলনার ব্যবসায়ী মেসার্সের স্বত্বাধিকারী শেখ কাওছার আলী, বাবুল জুট এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ নুরুল ইসলাম বাবুল, সাত্তার জুট এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আব্দুস সাত্তার, সৌরভ ট্রেডার্স এছাড়াও মিতা বাগচী প্রমুখ। সহযোগী গ্রুপের 6 সদস্য এবং সাধারণ গোষ্ঠীর ১২ জন সদস্য সহ মোট ১৮ জন নির্বাচিত সদস্য আজ দুপুর ২ টায় বিজেএ-এর চেয়ারম্যানসহ তিনটি পদে ভোট দেবেন। নারায়ণগঞ্জে বিজেএ অফিস।
গত শনিবার খুলনা ও নারায়ণগঞ্জের বিজেএ ভবনে সহযোগী গ্রুপের ৪০ জন এবং সাধারণ গ্রুপের ১৭৯ জন ভোটার ১৮ জনকে নির্বাচিত করেন। এর মধ্যে খুলনার দৌলতপুরের ১৬ ও নারায়ণগঞ্জের ২ জন ব্যবসায়ী। প্রচলিত নিয়ম অনুযায়ী বিজেএ-এর চেয়ারম্যান খুলনার এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান নারায়ণগঞ্জের। সে অনুযায়ী এবারও কাঁচা পাট রপ্তানিকারকরা প্রচলিত পথ অনুসরণ করছেন।