৭০ বছরেরও বেশি সময় পর সৌদি আরবে মদের দোকান খুলছে। দেশটির রাজধানী রিয়াদে খুব দ্রুতই খুলছে মদের দোকান। তবে দেশটি জানিয়েছে, ওই দোকান থেকে শুধুমাত্র অমুসলিম কূটনীতিকরাই মদ কেনার সুযোগ পাবেন।
সৌদি আরব আশা করছে কয়েক সপ্তাহের মধ্যে দোকানটি খুলবে, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী বিবিসি জানিয়েছে। দোকানটি সৌদি আরবে অ্যালকোহলের অবৈধ ব্যবসা মোকাবেলা করতে সাহায্য করবে বলে মনে করছেন সৌদি কর্মকর্তারা।
নতুন মদের দোকানটি সৌদি আরবের রাজধানী রিয়াদের শহরের কেন্দ্রের পশ্চিমে কূটনৈতিক কোয়ার্টারে অবস্থিত হবে বলে জানা গেছে। তবে সেখান থেকে মদ বিক্রি ও ক্রয়ের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকবে, যেমন
মদ্যপায়ী রাষ্ট্রদূতদের আগে থেকে নিবন্ধন করতে হবে এবং সরকারের কাছ থেকে ছাড়পত্র পেতে হবে
২১ বছরের কম বয়সী কাউকে দোকানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এবং দোকানের ভিতরে সঠিক পোশাক পরিধান করতে হবে
মদ্যপানকারীরা কোন প্রক্সি বা বাহক পাঠাতে পারবে না। যেমন- ড্রাইভার, পিয়ন
মাসিক সীমাবদ্ধতা বলবৎ করা হবে
১৯৫২ সালে তৎকালীন সৌদি বাদশাহ আবদুল আজিজের ছেলে মাতাল অবস্থায় ব্রিটিশ কূটনীতিককে গুলি করে হত্যা করার পর দেশটি অ্যালকোহল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে।