Thursday , January 16 2025
Breaking News
Home / Entertainment / ৫ হাজার কোটির পৈতৃক সম্পত্তি সাইফের, পাবে না তার ছেলেরা জানাগেল কারন

৫ হাজার কোটির পৈতৃক সম্পত্তি সাইফের, পাবে না তার ছেলেরা জানাগেল কারন

বলিউড ইন্ডাষ্ট্রির বহুল আলোচিত ও জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান। তার আরও একটি বিশেষ পরিচয় রয়েছে। তিনি সাইফ পাতৌদির দশম নবাব। ভারতের ভোপালে প্রায় পাঁচ হাজার কোটি রুপি সমমূল্যের পৈতৃক সম্পত্তি রয়েছে তার। তবে এই সম্পত্তির কোন অংশই দিতে পরবে না তার সন্তাদের। জানাগেল এই বিষয়ে বিস্তারিত।

সাইফ আলি খান বলিউড তারকা হিসেবে পরিচিতি হলেও তিনি রাজপরিবার থেকে এসেছেন। বাবা মনসুর আলি খান পাতৌদি ওরফে টাইগার পাতৌদির পর সাইফ পাতৌদির দশম নবাব। ভোপালে প্রায় পাঁচ হাজার কোটি রুপি সমমূল্যের পৈতৃক সম্পত্তি রয়েছে সাইফের। তবে ওই সম্পত্তি থেকে তিন ছেলে ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খানকে এক পয়সাও দিতে পারবেন না সাইফ! অবাক হচ্ছেন? কেন পারবেন না, জানেন? খবরে বলা হয়েছে, ওই সমস্ত সম্পত্তি এবং পাতৌদি নবাববাড়ির অন্যান্য সম্পত্তি ভারত সরকারের বিতর্কিত শত্রু বিরোধ আইনের আওতায় পড়েছে। আইন অনুযায়ী, ওই সম্পত্তির দাবি কেউ করতে পারবে না। কিন্তু যদি কোনও উত্তরাধিকারী দাবি করে বসেন, তবে তাঁকে হাইকোর্টে আবেদন করতে হবে। এর পর তাঁকে যেতে হবে সুপ্রিম কোর্টে এবং সবশেষে তিনি ভারতের রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন।

প্রতিবেদনে আরও যুক্ত করা হয়েছে, সাইফ আলি খানের প্রপিতামহ হামিদুল্লাহ খান ব্রিটিশ শাসনামলে পাতৌদির নবাব ছিলেন। তিনি কোনও সম্পত্তি কারও নামে উইল করে যাননি। এবার কাজের প্রসঙ্গে ফেরা যাক, সাইফ আলি খানের ‘বান্টি অউর বাবলি টু’ সিনেমা মুক্তি পাবে আগামী ১৯ নভেম্বর। বরুণ ভি শর্মা পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন সাইফ আলি খান, রানি মুখার্জি, সিদ্ধান্ত চতুর্বেদি এবং নবাগত নায়িকা শর্বরী।

দীর্ঘ সময় ধরে বলিউড ইন্ডাষ্ট্রিতে কাজ করছেন সাইফ আলি খান। তিনি তরা ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। এবং অর্জন করেছেন ব্যপক সফলতা এবং সম্মাননা। সংসার জীবনে তিনি দুই বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এবং তার তিন পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে।

About

Check Also

দৌলতদিয়া পল্লীতে কাজের অভিজ্ঞতা নিয়ে যা বললেন রুনা খান

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান তার অভিনয় দক্ষতা এবং অসাধারণ চরিত্র উপস্থাপনার জন্য দর্শকদের হৃদয়ে জায়গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *