লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে প্রকাশ্যে ৫৭ সেকেন্ডে নৌকায় ৪৩ সিল মারা সেই সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনকে ভোটের মাঠে প্রচারণায় দেখা গেছে। শুক্রবার (৫ জানুয়ারি) আজাদ সদরের নৌকা প্রার্থী মোহাম্মদ গোলাম ফারুকের পক্ষে দিঘলি ইউনিয়নে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, পোস্টার ঝুলানো ও মাইকিংসহ গণসংযোগে অংশ নেন।
ভোট নিয়ে সবক্ষেত্রেই আজাদের সরব উপস্থিতি ছিল। তার উপস্থিতিতে সিল মারার ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কায় এলাকাবাসী ও প্রতিপক্ষের সমর্থকরা। তবে এবার তাকে কেউ ‘শিবিরকর্মী’ বলছেন না। এবার তাকে সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে চিহ্নিত করছেন আওয়ামী লীগের কর্মকর্তারা। এ বিষয়ে আজাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আজাদ চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
৫ নভেম্বরের উপ-নির্বাচনের পরদিন আজাদের নৌকায় সিল মারার ৫৭ সেকেন্ডের ভিডিও নিয়ে ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, আজাদ শিবিরের একজন কর্মী।
ঘটনার বিষয়ে জানতে চাইলে দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী জাবেদও শিবির ও ছাত্রদলের রাজনীতিতে আজাদের সম্পৃক্ততার বিষয়ে গণমাধ্যমকর্মীদের কাছে বক্তব্য দেন। তাকে ছাত্রলীগের কমিটিতে কিভাবে রাখা হলো তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।