বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লাকে দলের স্থানীয় নেতাকর্মীরা চড়-থাপ্পড় ও গাড়িতে ভাঙচুর করেন।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে কাহালু উপজেলার কালাই ইউনিয়নের টিন্ডিঘি বাজারে এ হামলার ঘটনা ঘটে।
নির্বাচনকালীন গণসংযোগে বিএনপি নেতাকর্মীদের হামলার দাবি করে ড. জিয়াউল হক মোল্লা।
তিনি বলেন, কাহালু উপজেলার তিনদীঘি এলাকায় জনসভা করতে গেলে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। তারা মাইক্রোবাসে হামলা ও ভাংচুর করে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জিয়াউল হক মোল্লার নাক দিয়ে রক্ত পড়ছে। তাকে মারধর করছে বিএনপি কর্মীরা। আর তার ভাংচুর করা গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
অপরদিকে জিয়াউল হকের অভিযোগ অস্বীকার করে কাহালু উপজেলা বিএনপির সভাপতি ফরিদুর রহমান বলেন, হামলা হয়েছে বলে শুনেছি। তবে কারা হামলা করেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, প্রার্থীর ওপর হামলার খবর তিনি শুনেছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, জিয়াউল হক মোল্লা বগুড়া-৪ আসনে বিএনপি থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৭ সালে, তাকে সংস্কারপন্থী নেতা হিসাবে চিহ্নিত করার পরে তাকে সমস্ত দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।