৪৯ জন যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছানোর ঠিক আগেই দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রেসিশন এয়ারের। এরপর খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় কোনো প্রাণহানি হয়েছে কিনা, তা এখনো জানা যায়নি।
তানজানিয়ার বুকোবা বিমানবন্দরের কাছে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ৪৯ জন যাত্রী ছিলেন। এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (৬ নভেম্বর) সকালে খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে তানজানিয়া ব্রডকাস্টিং কর্পোরেশন। বেশিরভাগ সংবাদ প্রতিবেদনে ভিক্টোরিয়া হ্রদে বিমানটি ডুবে যাওয়ার ছবি দেখানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে হতাহতের ঘটনাও ঘটতে পারে বলে মনে করছনে কেউ কেউ।
Precision Air flight plunges into Lake Victoria when landing at Bukoba Airport in Tanzania, authorities say rescue operations underway. pic.twitter.com/GKKMEG2Wux
— PoliticKing (@GiversonMaina) November 6, 2022