বাংলাদেশের মিডিয়া জগতের বড় একটি নাম জায়েদ খান। যদিও সিনেমা করে তিনি আশানুরূপ ফল না পেলেও সমালোচনার মাধ্যমে তিনি দেশে হয়েছেন ব্যাপক জনপ্রিয়। নানা ঘটনার জেরে বছরজুড়ে বিতর্কে রয়েছেন এই অভিনেতা। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। একটা শেষ হলে আরেক বিতর্কে জড়ালেন এই অভিনেতা।
তবে কোনো বিতর্ককেই গায়ে মাখেন না জায়েদ খান। চলেন নিজের মর্জিতে। যে গাছের ফল মিষ্টি সেই গাছে বেশি পাথর ছোড়া হয় বলে তিনি দাবি করেন। অর্থাৎ যেটি যত বেশি জনপ্রিয়, তত বেশি বিতর্কিত।
এগুলো সবই জায়েদ খানের পুরনো কথা। নতুন বিষয় হলো বেশ কয়েকদিন ধরেই কোনো আলোচনায় নেই এই শিল্পী নেতা। এমনকি সিনেমার শুটিং, এফডিসি বা সিনেমার বিভিন্ন অনুষ্ঠান, কোথাও তাকে দেখা যায় না। কিন্তু জায়েদ খান কোথায়, তা নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনা চলছে।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও শিল্পী সমিতির নির্বাচনের সময় এফডিসিতে জায়েদ খানের পদচারণা ছিল লক্ষণীয়। কিন্তু শিল্পী সমিতির নির্বাচনের পর জায়েদ খানের পদে স্থিতাবস্থা জারি হওয়ায় অভিনেতা আর এফডিসিতে আসেন না।
এখন তিনি কোথায় আছেন এবং কী করছেন সে সম্পর্কে একটি সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন।
জায়েদ খান বলেন, আমি ব্যক্তিগত কাজে গত ১৫ দিন ধরে নিজ এলাকা পিরোজপুরে আছি। বাবা-মায়ের কবর ঠিক করাসহ কিছু কাজ করেছি। আগামী ৪ থেকে ৫ দিন পর ঢাকায় ফিরব।
এফডিসিতে না আসার কারণ কী জানতে চাইলে তিনি বলেন, প্রায় ৩ মাস হয়ে গেছে এফডিসি যাওয়া হয় না। অনেকে মনে করছেন অন্যের ভয়ে এফডিসিতে যাচ্ছেন না। ঘটনা হলো এখন আর এফডিসিতে যাওয়ার পরিবেশ নেই। আমাদের তৈরি করা সুন্দর পরিবেশ আর নেই। এখন ইউটিউবারসহ অনেকেই সেখানে এসে পরিবেশটা পুরোপুরি নষ্ট করে দিয়েছে। এখন সবাই জানে কে তাদের এখানে আসতে দিয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই সিনেমার বাইরে রয়েছেন তিনি। ক্যারিয়ারে এখন অবধি কোনো সিনেমা হিট হয়নি তার তারপরেও তিনি নিজেকে দাবি করেন সুপারস্টার হিসেবে। এ ছাড়াও তার ক্যারিয়ারে সিনেমার থেকে সমালোচনার সংখ্যা অনেক বেশি।