Thursday , September 19 2024
Breaking News
Home / Countrywide / ৩৩৩ নম্বরে ফোন, বিয়ে থামাতে এসে ইউএনও নিজেই দিলেন কনের বিয়ে

৩৩৩ নম্বরে ফোন, বিয়ে থামাতে এসে ইউএনও নিজেই দিলেন কনের বিয়ে

৩৩৩ নম্বরে ফোন দেওয়ার পর খবর পেয়ে বাল্যবিয়ে বিয়ে বন্ধ করার জন্য ঘটনাস্থলে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আকতার। ঘটানটি ঘটে ফরিদপুর জেলার সালথা উপজেলার একটি গ্রামে। বিয়ে বাড়িতে ইউএনও’র উপস্থিতিতে বিয়ে বাড়ির সবাই হতভম্ব হয়ে যান।

ঐ মেয়ের বাবা-মা, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ঘটনার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন মেয়েটির বিয়ের বয়স হওয়ার আগেই আপনারা বিয়ে দিচ্ছেন, এমন খবর পেয়ে আমরা এসেছি।

বিয়ে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই শেষে জানা যায় মেয়ের বয়স ১৯ বছর। এতে কিছুটা বিব্রত হন ইউএনও। পরে তার নির্দেশে বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়।

সালথার ইউএনও বলেন, ৩৩৩ নম্বরে কেউ হয়তো বাল্যবিয়ের ভুল তথ্য দেন। এমন ভুল তথ্য দিয়ে হয়রানি না করতে অনুরোধ জানাচ্ছি।

এই ঘটনার পর ঐ বিয়ে বাড়ি এবং এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। মেয়ের স্বজনেরা ধারনা করছেন, তাদের মেয়ের বিয়ে বন্ধ করার জন্য এই ধরনের কাজ করেছেন। কিন্তু চেষ্টায় সফল হতে পারেনি। বিষয়টি দেখার কথাও বলে যান উপজেলা নির্বাহী অফিসার।

About

Check Also

‘আমি তোমাকে ছাড়বো না, শেখ হাসিনা কাউকে ছাড়ে না’: মুখ খুললেন সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ দায়িত্ব নেওয়ার পাঁচ মাস পর ২০০৯ সালে পদত্যাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *