বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেছেন, ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙাকে তিনি বীরত্ব নয়, বরং নোংরামো হিসেবে দেখছেন।
সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তিনি বলেন, “৩২ নম্বরের বাড়ি ভাঙার কোনো প্রয়োজন ছিল না। সেখানে কেউ বসবাস করত না, কোনো মানুষ ছিল না। এটি ভাঙার সিদ্ধান্ত অনৈতিক।”
তিনি আরও বলেন, “বিএনপি এখন সরকারি দল তো নয়ই, এমনকি কার্যকর বিরোধী দলও নয়। বিএনপির পক্ষ থেকে সেখানে কোনো কর্মীও যায়নি।”
তার অভিযোগ, এই ভাঙার পেছনে সরকার-সমর্থিত গোষ্ঠী জড়িত ছিল, যারা বৈষম্যবিরোধী ব্যানার ব্যবহার করে ঘটনাটি ঘটিয়েছে। তিনি আরও বলেন, “আগে ছিল হেলমেট বাহিনী, এখন হয়েছে বুলডোজার বাহিনী। তারা সরকারের ছত্রচ্ছায়ায় থেকে এই বাড়িটি ভেঙেছে।”
নিলুফার চৌধুরীর মতে, এটি ছিল রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাবিহীন কিছু মানুষের ষড়যন্ত্র। তিনি স্পষ্ট করে বলেন, “একটি ইট-কাঠ-পাথরের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়াকে আমি কোনোভাবেই বীরত্ব বলতে পারি না, এটা শুধু নোংরামো ছাড়া আর কিছু নয়।”