টাঙ্গাইল থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় গেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।
শনিবার সকাল ৯টায় ট্রেন রিজার্ভ করে দেড় দেড় হাজারেরও বেশি নেতাকর্মী নিয়ে টাঙ্গাইল রেলস্টেশন ত্যাগ করেন তিনি। এ ছাড়া টাঙ্গাইল শহর, সদর ও বিভিন্ন উপজেলা থেকে তিন শতাধিক বাসে ১৮ হাজারের বেশি নেতাকর্মী ঢাকায় গেছেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে সমাবেশ করবে আওয়ামী লীগ। ওই সমাবেশে যোগ দিতে টাঙ্গাইলের আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় যান।
টাঙ্গাইল ঘরিন্দা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সোহেল খান জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রিজার্ভ করে। তারা দুই লাখ ২৯ হাজার ৪২৬ টাকার বিনিময়ে ট্রেন রিজার্ভ করে।
এ প্রসঙ্গে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সেই সুষ্ঠু সমাবেশে অংশ নিতে টাঙ্গাইলের ১৩টি ইউনিটের ২০ হাজার নেতা-কর্মী নিয়ে ঢাকা যাচ্ছি। ট্রেনের পাশাপাশি তিন শতাধিক বাস নিয়ে এই সমাবেশে যোগ দেব।