প্রেম মানেনা কোন বাঁধা, সেখানে বয়সতো একটি নিছক সংখ্যা মাত্র। বয়সের ফ্রেমে ভালোবাসাকে বেঁধে রাখা যায় না। তার অনেক প্রমাণ মিলেছে এ পর্যন্ত। ব্রোমা নামের একজন বয়স্ক নারী আরো একবার এই বিষয়টি প্রমাণ করে দিলেন। তিনি তার মনের মানুষকে বিয়ে করার জন্য সুদূর পোল্যান্ড থেকে ছুটে এসেছেন পাকিস্তানে। ব্রোমার বয়স ৮৩ বছর এবং তার প্রেমিকের বয়স ২৮ বছর। দৈনিক পাকিস্তানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রোমা পোল্যান্ড থেকে পাকিস্তানের হাফিজাবাদে ছুটে যান। তার ইচ্ছা হাফিজ মোহাম্মদ নাদিমকে বিয়ে করা। হাফিজ অটো মেরামত করেন। ব্রোমা সেটা নিয়ে কখনো ভাবেনি।
হাফিজ পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ছয় বছর আগে ব্রোমার সঙ্গে আলাপ হয়েছিল। তারপর নিয়মিত কথা বলতেন। কিন্তু কখনো দেখা হয়নি। বিয়ের সময় তাদের প্রথম দেখা হয়।
হাফিজাবাদে এসে সব নিয়ম মেনে ব্রোমা ও হাফিজের বিয়ে হয়। লাল শাড়ি পরে ৮৩ বছর বয়সী নববধূ। হাতে পরেছেন মেহেন্দি। আবার মুসলিম নিয়ম অনুযায়ী পাত্রকে হক মেহের অর্থাৎ টাকাও দিয়েছেন তিনি।
হাফিজের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে হাফিজ এ পর্যন্ত কারো সাথে সম্পর্কে জড়ায়নি। তার বিয়ে হওয়ার কথা হয়েছিল তার একজন তুতো বোনের সাথে কিন্তু সেই বিয়েতে তিনি মত দেননি। শেষ পর্যন্ত ব্রোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং বিয়েও করেন। তাদের বয়সের পার্থক্য অনেক তাই বিয়ের ছবি প্রকাশ করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হয়ে যায়।