পটুয়াখালীর গলাচিপা থেকে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে পুলিশ হত্যার সঙ্গে সরাসরি জড়িত আপন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন জুয়েল এ তথ্য জানান।
ওইদিন বিএনপির সমাবেশ চলাকালে ফকিরাপুল এলাকায় সিটিটিসি কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে পুলিশ।
এর আগে এ ঘটনায় সুলতান নামে দুইজনকে আটক করে শামীম রেজা ও মো. এদের মধ্যে শামীমকে গাইবান্ধার পলাশবাড়ী থেকে ও সুলতানকে ডেমরা থেকে গ্রেফতার করা হয়। শামীম পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হন। এ ঘটনায় গত ২৯ অক্টোবর পল্টন থানায় মামলা হয়। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।