এক দফা দাবিতে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সারাদেশে কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে বিএনপি।
রোববার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, ২৬ জানুয়ারি সব জেলা সদরে এবং ২৭ জানুয়ারি সব বড় শহরে পতাকা মিছিল করবে বিএনপি।
তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধির প্রতিবাদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলের দাবিতে আমরা দুই দিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করছি। . আগামী ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সব বড় শহরে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করা হবে।
রিজভী আরও বলেন, দুঃশাসন ও ভোটাধিকার বঞ্চিত হয়ে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে। মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে নীরবে প্রতিবাদ করেছে। জনগণ বিএনপির সঙ্গে আছে। ডামি সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে বিএনপি।