চট্টগ্রামে ডাকাতির মামলায় আবুল কাশেম ওরফে মাঝি কাশেম নামে এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় মামলার রায় শোনার পর আদালতে অজ্ঞান হয়ে পড়েন আবুল কাশেম।
সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নুরুল আনোয়ার চৌধুরী জানান, ১৯৯৮ সালের ২৪ জুলাই পটিয়া থানায় দায়ের করা মামলায় আসামি আবুল কাশেমকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। একই মামলার অন্য আসামিদের কারাদণ্ড দেওয়া হয়। সাত বছর জেলে।
আবুল কাশেম দীর্ঘদিন জামিনে ছিলেন। সোমবার তিনি আদালতে আসেন। রায় শুনে আদালতের লকাবে মাথা ঘুরে মামলার নথির ওপর অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। লকাবে পাঁচ-সাতশ’ মামলার নথি থাকায় মাথায় কোনো আঘাত পাননি। এ সময় লকাব থেকে তাকে বের করে আদালতের ভেতর চেয়ারে বসানো হয়। পরে আদালতের নির্দেশে ছেলেকে সঙ্গে নিয়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ।
চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক জাকির হোসেন মাহমুদ জানান, আদালতে রায় শোনার পর আসামি অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হওয়ার পর তাকে ওয়ারেন্টে কারাগারে পাঠানো হয়েছে।